NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

ওয়াইএ পুরস্কার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেখক আদিবা জায়গিরদার


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৭:১২ পিএম

>
ওয়াইএ পুরস্কার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেখক আদিবা জায়গিরদার

‘হানি অ্যান্ড ইশু’স গাইড টু ফেক ডেটিং’ বইয়ের জন্য ওয়াইএ পুরস্কার ২০২২ জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেখক আদিবা জায়গিরদার। পুরস্কার হিসেবে তিনি বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ ২৪ হাজার ৩৮৮ টাকা পেয়েছেন। ২০২১ সালের মে মাসে প্রকাশিত বইটি আদিবার দ্বিতীয় বই।

কবি এবং ঔপন্যাসিক ডিন আত্তারের সভাপতিত্বে বৃহস্পতিবার এডিনবার্গ আন্তর্জাতিক বই উৎসবের একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

তার লেখা বই সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করে আদিবা বনেন, ‘ছোট বেলায় মিডিয়াতে দেখেছি, এলজিবিটি সম্পর্কগুলোর পরণতি সবসময় কষ্টের দেখানো হয়। এতে আসলে একটি চরিত্রের মৃত্যু হয়। আমি এসব দেখে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি মনে করি এটি অল্প বয়সের ছেলেমেয়েদের জন্য খুব ক্ষতিকারক। তারা এ ধরনের সম্পর্কে শুধু দুঃখজনক সমাপ্তিই দেখে। তাই আমি বইটি লেখা শুরু করি। আমি দুই সমকামী বাঙালি মেয়েকে তাদের সম্পর্কে সুখে থাকতে দেখিয়েছি।’

পুরস্কারের জন্য মনোনীত হতে পেরে উচ্ছ্বসিত আদিবা আরও বলেন, আমাদের সাধারণ সাহিত্যের অনেক অভাব। এটা খুবই দুঃখের ব্যাপার। তবে দুইজন বাঙালির গল্প লিখতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি, যেটি যুক্তরাজ্যের পাঠকদের কাছে সমাদৃত হয়েছে এবং ওয়াইএ পুরস্কার জিতেছে।’

ওয়াইএ এর বিচারক দলের একজন সারাহ ওয়েব বলেন, আদিবা জায়গিরদারের লেখাটি অসামান্য প্রশংসার দাবি রাখে। ওয়াইএ পুরস্কার ২০২২ এর জন্য বইটি একটি যোগ্য বিজয়ী। উপন্যাসটিতে চরিত্রগুলোকে এতটাই বাস্তবভাবে ফুটিয়ে তুলেছে যা অসামান্য প্রতিভার দাবিদার।

উল্লেখ্য, ঢাকায় জন্ম গ্রহণ করেন আদিবা। ১০ বছর বয়সে তিনি আয়ারল্যান্ড চলে যান। তিনি ইংরেজি এবং ইতিহাস বিষয়ে স্নাতক এবং ঔপনিবেশিক পরবর্তী শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর করেছেন।