NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: উপদেষ্টা আসিফ ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
Logo
logo

সালমান খান এবার তেলেগু সিনেমায়


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০২:২০ এএম

>
সালমান খান এবার তেলেগু সিনেমায়

ভারতে এখন দক্ষিণী সিনেমার রমরমা অবস্থা। গল্পের নাটকীয় মোড় থেকে শুরু করে অ্যাকশন, স্টাইল, ঝাঁ চকচকে সেট সবকিছুই দর্শকের মন টানছে। যদি কিছু দর্শকের অপছন্দ হয়ে থাকে তবে তা শুধু এসব সিনেমার হিন্দি ডাবিং।   

এ সিনেমাগুলো গোটা ভারতের বক্স অফিসে বড় একটা নাড়া দিয়েছে। তার ফলে বলিউডের বড় তারকাদের মধ্যেও দক্ষিণের ছবিতে অভিনয়ের প্রবণতা ক্রমশ বাড়ছে। 

অজয় দেবগন, আলিয়া ভাট, সঞ্জয় দত্তদের মতো বলিউড স্টারদের পর এবার সালমান খানের নাম সেই তালিকায় যুক্ত হলো। তেলেগু ছবি ‘গডফাদার’ এ দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে দেখা যাবে সালমান খানকে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে এ সিনেমার টিজার। ১ মিনিট ৩৩ সেকেন্ডের এই টিজারে শেষ ১৫ সেকেন্ডে দেখা যাবে সালমান খানকে। 

টিজারে চিরঞ্জীবীকে দেখা যাচ্ছে গডফাদারের ভূমিকায়। গডফাদারের ছোট ভাইয়ের ভূমিকায় সালমানকে দেখা যাবে। চিরঞ্জীবীকে টিজারে অভূতপূর্ব অ্যাকশন করতে দেখা গেছে। সেখানেই বাইক স্টান্ট করতে দেখা গেছে বলিউড হিরো সালমানকে। 

এ সিনেমায় চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করবেন নয়ন তারা। মোহন রাজ পরিচালিত গডফাদার একটি রাজনৈতিক অ্যাকশন সিনেমা। ২০১৯ সালের মালায়ালাম ছবি ‘লুসিফার’ এর অফিসিয়াল রিমেক এই ‘গডফাদার’। আগামী ৫ অক্টোবর  মুক্তি পেতে যাচ্ছে ‘গডফাদার’।