NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

হত্যাচেষ্টা মামলায় স্ত্রীসহ মিল্টন সমাদ্দার কারাগারে


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

হত্যাচেষ্টা মামলায় স্ত্রীসহ মিল্টন সমাদ্দার কারাগারে

হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেওয়া হয়।

মিল্টন সমাদ্দারের আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব গণমাধ্যমকে জানান, মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় গত ৬ মে আদালতে অভিযোগপত্র গৃহীত হয়। এর আগে, গত ৫ মে মিল্টন সমাদ্দারের মা মারা যাওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১ মে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মিরপুরে অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছিল। রিমান্ড ও কারাবাসের পর তিনি মুক্তি পান। পরবর্তীতে ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান তদন্ত শেষে হত্যাচেষ্টা মামলায় মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।