NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

নিউইয়র্কে শ্রদ্ধা-ভালোবাসায় ‘মা দিবস’ পালিত


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৫, ১০:০৫ পিএম

নিউইয়র্কে শ্রদ্ধা-ভালোবাসায় ‘মা দিবস’ পালিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ২০২৫ সালের মা দিবস। মা আমার মা, স্নেহময়ী মা’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে ১১ মে শনিবার দিনব্যাপী নানা আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মায়েদের অসীম ত্যাগ ও অবদানের কথা।
বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে কেউ মা-কে সঙ্গে নিয়ে কেক কেটে, আবার কেউ সমাজের কল্যাণে অবদান রাখা মায়েদের বিশেষ সম্মাননা দিয়ে মাতৃ দিবস উদযাপন করেন। সবচেয়ে বড় আয়োজনটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে, যেখানে আয়োজনের দায়িত্বে ছিল সবিতা মাদার অ্যান্ড চিল্ড্রেন ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত সকল মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান (ডেমোক্র্যাট) স্টিভেন রাগা। তিনি বলেন, মায়েরা কেবল সন্তানের গর্ভধারিণী নন, তারা সমাজ ও রাষ্ট্রের চালিকাশক্তি। তাদের সম্মান জানানো মানে সমাজের ভিত্তিকে শক্তিশালী করা। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নারীদের ভূমিকা অসামান্য।
অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সবিতা দাস। তিনি বলেন, ‘বহুজাতিক এই সমাজে বাংলাদেশি নারীরা যে সাহসিকতা ও নিষ্ঠায় নিজেদের অবদান রেখে চলেছেন, তা অনস্বীকার্য। নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে মাতৃত্বের সম্মান ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ডা. প্রভাত দাস, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, সাংবাদিক রাশেদ আহমেদপ্রমুখ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মুনমুন সাহা।
অনুষ্ঠানে মাতৃ দিবসের আবহে পরিবেশিত হয় কবিতা ও সংগীত। রবীন্দ্র একাডেমির কর্মকর্তাদের পক্ষ থেকে আবৃত্তি পরিবেশন করেন ডা. রুমা চৌধুরী। সংগীত পরিবেশন করে বহ্নিশিখা সঙ্গীত নিকেতন।
সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেন- রূনা রয়, শাকিলা রুনা, ডা. রুমা চৌধুরী, মুনমুন সাহা, সৌভিথ চৌধুরী, অরুনা সাহা, সুস্মিতা হালদার, পারিজাত দাস, শিলা চন্দ্র, সুশীল সিনহা, চন্দনা ভট্টাচার্য, সৈয়দ আহমদ বাবলা, ফারজিন স্বর্ণা, অনুষ্কা সেনগুপ্ত, ডা. কামরুল ইসলাম, সোমা রোজারিয়ো, ইমন বিশ্বাস, জুলি খাস্তগীর, দীপক দাস, আয়েশা খান, প্রদীপ কুন্ডু, অঙ্কিতা বিশ্বাস, অথরা ঘোষ, সুদেষ্ণ সাহা, অস্মিতা মন্ডল, অনামিকা চন্দ, রায়াশি বিশ্বাস, মিথি বড়ুয়া, পূর্ণ চৌধুরী, সপ্তর্ষী বণিক, পূজা দাস, উইলি নন্দি, প্রিণা নন্দী ও সৃজিতা হিয়।