NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নায়নতারা। ভক্তরা তাকে ভালোবেসে লেডি সুপারস্টার বলেও ডাকেন। তবে এই নামে না ডাকতে সবাইকে অনুরোধ করেছেন তিনি নিজেই। বিনয়ী, সুন্দী ও সুঅভিনেত্রী নয়নতারা বরাবরই ছিলেন উচ্চ পারিশ্রমিকপ্রাপ্তদের তালিকায়।

প্রতি ছবির জন্য প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক পেতেন এই অভিনেত্রী। ‘জওয়ান’ ও তেলেগু ছবি ‘গডফাদার’-এর মতো বিগ বাজেট ছবিতেও তিনি এই অঙ্কেই কাজ করেছেন।

 

তবে ২০২৫ সালে এসে সিনেমার বাজারে দামটা যেন কমেই গেল তার। সেটাও বেশ কম। চিরঞ্জীবীর নতুন ছবিতে তাকে নিয়ে এমনই এক তথ্য সামনে এসেছে।

খবরে জানা গেছে, নায়নতারাকে এই ছবির জন্য তার চাওয়া পারিশ্রমিকের তুলনায় ৬৬ শতাংশ কম পারিশ্রমিকে সাইন করানো হয়েছে। অর্থাৎ, যেখানে তিনি ১০ কোটি রুপি দাবি করতেন সেখানে এবার তাকে দেওয়া হয়েছে মাত্র প্রায় ৩.৪ কোটি রুপি।

 

এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ থাকতে পারে বলে ইন্ডাস্ট্রির গুঞ্জন। তার মধ্যে বক্স অফিসে তার সাম্প্রতিক কিছু ছবির পারফরম্যান্স প্রযোজকদের হতাশ করেছে বলে মনে করা হচ্ছে। নায়নতারা এখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে দক্ষিণী সিনেমার বাণিজ্য বিশ্লেষকদের মতে, এমন পারিশ্রমিক পতন তার ‘ব্র্যান্ড ভ্যালু’-তে প্রভাব ফেলতে পারে।

 

 

 

এমন আলোচনাও হচ্ছে, চিরঞ্জীবীর মতো মেগাস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করে হয়তো আবারও নিজের সুনাম ফিরিয়ে আনবেন নয়নতারা।