NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

মুম্বাইয়ের জয়যাত্রা থামিয়ে শীর্ষে গুজরাট


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৯:০৫ এএম

মুম্বাইয়ের জয়যাত্রা থামিয়ে শীর্ষে গুজরাট

চলতি আইপিএলে টানা ৬ ম্যাচ জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল মঙ্গলবার হার্দিক পান্ডিয়াদের সেই জয়যাত্রা থামিয়েছে গুজরাট টাইটানস। মুম্বাইকে ৩ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে শুবমান গিলের দল।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে স্বাগতিক মুম্বাই। এরপর গুজরাট ব্যাটিংয়ে নেমে ১৪ ওভারে ২ উইকেটে ১০৭ রান করে ফেলার পর বৃষ্টি নামে। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। ফের খেলা শুরু হলে ডিএল মেথডে এক ওভারে কমিয়ে গুজরাটের নতুন লক্ষ্য দেওয়া হয় ১৯ ওভারে ১৪৭ রান।

 

সেই লক্ষ্য টপকাতে গুজরাটকে খেলতে হয়েছে শেষ বল পর্যন্ত। শেষ বলে দিপক চাহারের ডেলিবারি থেকে দৌড়ে এক রান নিয়ে গুজরাটের জয় নিশ্চিত করেন আরশাদ খান।