NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

ভারত সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

ভারত সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার ভারতে সফর করবেন। নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। কয়েকদিন আগেই তিনি পাকিস্তানে সফর করেছেন। সেখানে দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে।

ভারত-শাসিত কাশ্মীরে হামলার পর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরান।

 

গত সপ্তাহে আরাঘচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে আলাপ করেন। সে সময় দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে ইরানের সদিচ্ছার কথা প্রকাশ করেন তিনি।

পরবর্তীতে সোমবার ইসলামাবাদে সরকারি সফরে যাওয়ার পর এই কূটনীতিক বলেন, ইরান সংঘাত নিরসনে তার প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত।

 

ভারত এবং ইরানের মধ্যে উষ্ণ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে নয়াদিল্লি তেহরানের চিরপ্রতিদ্বন্দ্বী ওয়াশিংটনের সঙ্গে বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে।

গত বছর নয়াদিল্লি এবং তেহরান দীর্ঘস্থায়ী চাবাহার বন্দর প্রকল্পের উন্নয়ন ও সরঞ্জামাদি সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এরপর ওয়াশিংটন সতর্ক করেছে যে, এই প্রকল্পে কাজ করা ভারতীয় সংস্থাগুলো নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছে। তবে দুদেশের মধ্যে এখনও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। 

এদিকে গত ২২ এপ্রিল কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর আরাঘচিই হবেন ভারত ও পাকিস্তান উভয় দেশে সফরকারী প্রথম শীর্ষ বিদেশি কূটনীতিক। ভারত হামলাকারী বন্দুকধারীদের মদত দেওয়ার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছে।

 

 

 

 

অপরদিকে ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে গত কয়েকদিনে নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।