NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

৪২৪ রানের থ্রিলারে চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

৪২৪ রানের থ্রিলারে চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু

তলানিতে থাকা চেন্নাই সুপার কিংস ২১৪ রানের বড় লক্ষ্য তাড়ায় জয়ের একদম দোরগোড়ায় চলে গিয়েছিল। তবে শেষ রক্ষা হলো না তাদের। ৪২৪ রানের রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ রানের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৫। হাতে ৬ উইকেট। যশ দয়ালের নাটকীয় ওভারে শেষ বলে ৪ রান দরকার পড়ে। সেটা আর নিতে পারেনি চেন্নাই। ৪৫ বলে ৮ চার আর ২ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ৫ উইকেটে ২১১ রানে থামে চেন্নাই।

 

বড় রান তাড়ায় মূল গতিটা দিয়েছিলেন চেন্নাই ওপেনার আয়ুশ এমহাত্রে। কিন্তু তার ৪৮ বলে ৯ চার আর ৫ ছক্কায় ৯৪ রানের ইনিংসটি গেছে বিফলে।

এর আগে শুরুটা করছিলেন বিরাট কোহলি, শেষটা রোমারিও শেফার্ড। সবমিলিয়ে ৫ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

 

বিরাট কোহলি, সাদা বলের ক্রিকেটে এক চ্যাম্পিয়নের নাম। তিনি চাইলে একশ স্ট্রাইকরেটে দলকে বাঁচিয়ে খেলতে পারেন, আবার দলের প্রয়োজনে হয়ে যেতে পারেন মারকুটে টি-টোয়েন্টি ব্যাটার।

যেমনটা দেখা গেলো আজ (শনিবার) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে। ১৮৭ প্লাস স্ট্রাইকরেটে ৩৩ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস বের হয়ে এলো বিরাট কোহলির ব্যাট থেকে। যে ইনিংসে সমান ৫টি করে চার-ছক্কা হাঁকিয়েছেন চ্যাম্পিয়ন এই ব্যাটার।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে কোহলির সঙ্গে উড়ন্স সূচনা করেন জ্যাকব বেথেল। ৬৯ বলে ৯৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ৩৩ বলে ৮ চার আর ২ ছক্কায় ৫৫ করে সাজঘরে ফেরত যান বেথেল। কোহলি করেন ৩৩ বলে ৬২।

 

ভালো শুরু করেও অবশ্য ধরে রাখতে পারেননি দেবদূত পাডিক্কেল। ১৫ বলে একটি করে চার-ছক্কায় ১৭ করে আউট হন তিনি। এরপর রানের গতি কমে যায় বেঙ্গালুরুর। অধিনায়ক রজত পাতিদার ১৫ বলে ১১ আর জিতেশ শর্মা ফেরেন ৮ বলে মাত্র ৭ করে।

১৮ ওভার শেষে বেঙ্গালুরুর রান ছিল ৫ উইকেটে ১৫৯। ১৯তম ওভারে খলিল আহমেদের ওপর চড়াও হন রোমারিও শেফার্ড। একটি নো বলসহ এক ওভারেই ৩৩ রান খরচ করেন এই পেসার। শেফার্ড হাঁকান চার ছক্কা আর দুই বাউন্ডারি।

শেষ ওভারে মাথিসা পাথিরানাকেও দুটি করে চার-ছক্কা হাঁকিয়েছেন শেফার্ড। ১৪ বলে পূরণ করেন ফিফটি।

 

 

 

পাথিরানা ৩৬ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট।