NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নিউইয়র্কে শোটাইম মিউজিকের বাংলা নববর্ষবরণ


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৫, ০৫:০৫ পিএম

নিউইয়র্কে শোটাইম মিউজিকের বাংলা নববর্ষবরণ

নিউইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত বৈশাখী মেলা ও নতুন বর্ষবরণ-১৪৩২ অনুষ্ঠান গত ১২ এপ্রিল জ্যামাইকার মেরি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা নাচ ও গানের মধ্যদিয়ে বাংলা নতুন বছরকে বরণ করেন নেন।
অনুষ্ঠান প্রাঙ্গন মেরি লুইস একাডেমীতে উপচেপড়া প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি বলে দেয় প্রবাসে থেকেও মানুষরা প্রাণের উৎসব, লোকজ উৎসব এবং ভালোবাসার উৎসব বৈশাখীকে ভুলে যায়নি।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর এবং প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ। ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম। অনুষ্ঠানের অন্যদের মধ্যে আহ্বায়ক আব্দুর রশিদ বাবু এবং সদস্য সচিব তরিকুল ইসলাম মিঠুসহ অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট নাসির আলী খান পল, কাজী শাখাওয়াত হোসেন আজম, আহসান হাবীব, আবু তালেব চৌধুরী চান্দু, সাংবাদিক আকবর হায়দার কিরন, ফাতেমা নাজনীন প্রিসিলা প্রমুখ।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর এনওয়াইএসএডিসি, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার মো. খলিলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, মোহাম্মদ কাদের, মোহাম্মদ খালেক, হাসান জিলানী, লিটু চৌধুরী, ইশতিয়াক রুমি, মো. তুহিন, আহসান হাবীব, মোহাম্মদ আবুল কাশেম, বারী হোম কেয়ার, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, বাংলা ট্রাভেলস, মাছওয়ালা ও এমএস গ্লোবাল।
অনুষ্ঠানে রানু নেওয়াজ, প্রতীক হাসান, শামীম সিদ্দিকী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথী, অনিক রাজ, কামরুল ইসলামসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
শোটাইম মিউজিকের ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল কবির খোকনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থাপনা করেন শারমিনা সিরাজ সোনিয়া।
বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান সফল করায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত থেকে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম নিউইয়র্কবাসী এবং পৃষ্ঠপোষকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।