NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

চেন্নাইয়ের পর রাজস্থানেরও বিদায়, শীর্ষে মুম্বাই


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৫, ০৯:০৫ এএম

চেন্নাইয়ের পর রাজস্থানেরও বিদায়, শীর্ষে মুম্বাই

লিগ পর্বের খেলা শেষের দিকে। যে কারণে শুরু হয়ে গেছে নিচের দিকের দলগুলোর বিদায়ের পালা। গতকাল বুধবার পাঞ্জাব কিংসের কাছে হেরে প্রথম দল হিসেবে আইপিএলের চলতি আসর থেকে বিদায় নিয়েছিল চেন্নাই সুপার কিংস। এবার তাদের পথে হাঁটলো রাজস্থান রয়্যালসও।

বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে উড়ে গেছে রাজস্থান। ১০০ রানের বিশাল ব্যবধানে হেরে দ্বিতীয় দল হিসেবে চলতি আসর থেকে ছিটকে গেছে রিয়ান পরাগের দল।

 

হারলেই বাদ। ঘরের মাঠ জয়পুরে 'ডু অর ডাই' সমীকরণ সামনে রেখে মুম্বাইয়ের মুখোমুখি হয় রাজস্থান। কিন্তু অস্তিত্ব রক্ষার ম্যাচে আজ লড়াইটাও ঠিকমতো করতে পারেনি দলটি। মূলত মুম্বাইয়ের ২ উইকেটে ২১৭ রানের বিশাল স্কোরের নিচে চাপা পড়েছেন পরাগরা।

২১৮ রানের লক্ষ্যে রাজস্থান অলআউট হয়ে গেছে মাত্র ১১৭ রানে। ৪৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। নিজেদের আগের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলা বৈভব সূর্যবংশী আজ মুদ্রার উল্টো পিঠ দেখেন। ২ বলে ০ রানে আউট হন ১৪ বছরের এই কিশোর।

 

ব্যর্থ হন যসশ্বী জয়সওয়াল (৬ বলে ১৩), নিতিশ রানা (১১ বলে ৯), রিয়ান পরাগ (৮ বলে ১৬) ও শিমরন হেটমায়ার (১ বলে ০)।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন জোফরা আরচার। ইনফ্যাক্ট সাব শিবম ডুবে করেন ৯ বলে ১৫ রান। শেষমেশ ১৬.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় রাজস্থান।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা মুম্বাইকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেল্টন। প্রথম উইকেটে ১১৬ রানের জুটি করেন তারা। দু'জনই হাঁকান ফিফটি। রিকেল্টন ৩৮ বলে ৬১ রান (৭ চার ৩ ছক্কা) করে আউট হলে জুটি ভাঙে।

 

৭ রানের ব্যবধানে আউট হন রোহিতও। ৩৬ বলে ৫৩ রান (৯ চার) করেন ডানহাতি ভারতীয় ব্যাটার। তৃতীয় উইকেটে ৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি করেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। অল্পের জন্য ফিফটি করতে পারেননি তারা।

হার্দিক ও সূর্যকুমার দু'জনই অপরাজিত থাকেন সমান ৪৮ রানে। এতেই ২১৭ রানের পুঁজি হয় মুম্বাইয়ের।

রাজস্থানের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন রিয়ান পরাগ ও মাহিশ থিকসানা। মুম্বাইয়ের হয়ে ৩টি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট ও কার্ন শর্মা। ২ উইকেট পান জাসপ্রিত বুমরাহ।

 

 

 

রাজস্থানকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে মুম্বাই। ১১ ম্যাচের হার্দিক পান্ডিয়ার দলের পয়েন্ট ১৪। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে মুম্বাই।