NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হতে আগ্রহী। ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করা পোপ ফ্রান্সিসের পর নতুন পোপ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি পোপ হতে চাই। এটিই হবে আমার এক নম্বর পছন্দ।

মূলত রসিকতা করেই এমন মন্তব্য করেন ৭৮ বছর বয়সী এ নেতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) তিনি জানান, তার আসলে নির্দিষ্টভাবে কারো প্রতি ঝোঁক নেই। এরপর ট্রাম্প বলেন, নিউইয়র্কের এক কার্ডিনাল রয়েছেন, যিনি খুব ভালো, দেখা যাক কী হয়।

 

ট্রাম্পের এই মন্তব্যের মাধ্যমে কার্ডিনাল টিমোথি ডোলানের প্রতি ইঙ্গিত করা হয়, যিনি নিউইয়র্কের আর্চবিশপ। যদিও তিনি পোপ হওয়ার দৌড়ে নেই বলেই জানা গেছে। তবে তালিকায় যুক্তরাষ্ট্রের আরেক কার্ডিনাল, নিউজার্সির নিউয়ার্কের আর্চবিশপ জোসেফ টোবিনের নাম রয়েছে।

 

আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেউ কখনো ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদে আসীন হননি।

গত সপ্তাহান্তে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া রোম সফর করে লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এক দশকের বেশি সময় ধরে ট্রাম্প ও পোপের মধ্যে অভিবাসন ইস্যুতে প্রকাশ্য মতবিরোধ চলেছে। অভিবাসীদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়ে পোপের বক্তব্যের বিরোধিতা করে ট্রাম্প বারবার তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে, প্রায় ১৩৫ জন ক্যাথলিক কার্ডিনাল গোপন কনক্লেভে অংশ নিয়ে নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে এখনো স্পষ্টভাবে এগিয়ে থাকা কারও নাম সামনে আসেনি।