NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৭


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০৪ এএম

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার বৃহত্তম শহর ওয়ানায় স্থানীয় শান্তি কমিটির দপ্তরে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন সাতজন। তাছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই বোমা হামলা ঘটে। এতে দপ্তরের বিশাল অংশ ধসে পড়ে ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। নিহত ও আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশটি মূলত পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তেহরিক-ই তালেবানের (টিটিপি) ঘাঁটি। পাকিস্তানের অনেকগুলো সুন্নি জঙ্গি গোষ্ঠী মিলে টিটিপি গঠন করেছে। তারা সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানের সরকারকে উচ্ছেদ করে দেশটিতে কঠোর শরিয়াহ শাসন কায়েম করতে চায়।

 

টিটিপি আফগানিস্তানের তালেবান আন্দোলনের অংশ নয়। কিন্তু আফগান তালেবানের প্রতি আনুগত্যের অঙ্গীকার আছে তাদের।

২০২১ সালে অস্ত্রবিরতি চুক্তি করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। কিন্তু ২০২২ সালের নভেম্বরে এই চুক্তি ভেঙে যায়। তারপর থেকে সন্ত্রাসী হামলার হার বাড়িয়ে দেয় টিটিপি। বিশেষ করে ২০২৪ সালের বিভিন্ন সময়ে পাকিস্তানে ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যার অধিকাংশই ঘটিয়েছে এই গোষ্ঠীটি। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা ও ৯২৭ জন বেসমরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

সর্বশেষ সোমবার (২১ এপ্রিল) পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ, কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে টিটিপির অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন।