NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

অক্ষয়-সালমানের না, যে শর্তে ‘বাজিগর’ করেছিলেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

অক্ষয়-সালমানের না, যে শর্তে ‘বাজিগর’ করেছিলেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খান উপহার দিয়েছেন ভারতীয় সিনেমার বহু আইকনিক চলচ্চিত্র। তার মধ্যে অন্যতম ‘বাজিগর’। আজও এই সিনেমাটি দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। সিনেমাটির চিত্রনাট্যকার রবিন ভাট প্রকাশ করেছেন সম্প্রতি সিনেমাটির দারুণ এক তথ্য।

তিনি জানান, অক্ষয় কুমার ও সালমান খান ‘বাজিগর’ করতে না চাওয়ায় শাহরুখ খানকে প্রস্তাব দেয়া হয়। তিনি রাজি হয়েছিলেন একটি শর্ত দিয়ে।

 

ফ্রাইডে টকিজকে দেয়া এক সাক্ষাৎকারে মহেশ ভাট ও মুকেশ ভাটের সৎ ভাই রবিন ভাট জানিয়েছেন, একদিন তাকে ফোন করে জিজ্ঞাসা করা হয়, তিনি কি হলিউডের ‘এ কিস বিফোর ডায়িং’ ছবিটি দেখেছেন? তিনি উত্তর দেন, বইটি পড়েছেন এবং মনে করেন এ থেকে অনায়াসে একটি দুর্দান্ত সিনেমা তৈরি করা যাবে। এরপর তাকে সিনেমার চিত্রনাট্য লেখার অনুরোধ করা হয়। ছবিটি পরিচালনা করবেন আব্বাস-মস্তান। এভাবেই ‘বাজিগর’-এর যাত্রা শুরু হয়।

তবে স্ক্রিপ্ট তৈরি হওয়ার পর বড় চ্যালেঞ্জ ছিল মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা খুঁজে পাওয়া। কারণ ‘বাজিগর’ ছবির গল্প ছিল আর দশটা থেকে আলাদা। এখানে নায়ক আসলে খল চরিত্রের মতো।

 

প্রথমে অক্ষয় কুমারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি ফিরিয়ে দেন। এরপর সালমান খানের কাছেও প্রস্তাব যায়। তিনিও নেগেটিভ চরিত্র বলে না করেন। তখন রবিন ভাট বুঝতে পারেন, এমন সাহসী চরিত্রে অভিনয় করতে একমাত্র উপযুক্ত মানুষ হলেন শাহরুখ খান।

রবিন ভাট আরও জানান, শাহরুখ খানের সঙ্গে তার দেখা হতো হোটেল ভিলাতে। সেখানে তারা নিজেদের প্রজেক্ট নিয়ে কাজ করতেন। শাহরুখ ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ ছবির কাজ করছিলেন তখন। সেই সময় রবিন ভাট তাকে ‘বাজিগর’-এর গল্প শোনান। গল্পের অর্ধেক শুনেই শাহরুখ ছবিটিতে কাজ করতে রাজি হয়ে যান।

তবে শাহরুখ একটি শর্ত দেন। তিনি বলেন, ‘আমি ছবিটি করব। কিন্তু স্ক্রিপ্টে কোনো পরিবর্তন চলবে না। আমার চরিত্রটি যেমন রয়েছে তেমনই থাকবে। একে ইতিবাচক বা নায়ক বানানো যাবে না।’

 

শাহরুখের এই সাহসী অবস্থান পরিচালকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। ফলে আব্বাস মস্তান গল্পের মূল পরিকল্পনাকে অটুট রাখেন। বাকি ইতিহাস সবার জানা!

 

 

 

তুমুল হিট হওয়া ‘বাজিগর’ ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছিলেন কাজল, শিল্পা শেঠি, রাখি, জনি লিভার প্রমুখ।