NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নিউইয়র্ক টাইম্‌স স্কোয়্যারে দুর্গাপুজো


Shibbir Ahmed   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১০:০৪ পিএম

নিউইয়র্ক টাইম্‌স স্কোয়্যারে দুর্গাপুজো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইম্স স্কয়ারে প্রথমবার উদ্‌যাপিত হচ্ছে দুর্গোৎসব। বেঙ্গলি ক্লাব ইউএসএ এবং হিন্দু কমিউনিটি অব নিউইয়র্কের আয়োজনে ৫ ও ৬ অক্টোবর দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন হয়েছিল। ৩ অক্টোবর শুরু হয়েছে নবরাত্রি। দেবীপক্ষের নয় দিন শেষ হবে ১২ অক্টোবর। যুক্তরাষ্ট্রে শনি ও রবিবার বন্ধের দিন, তাই এই দুই দিনকেই বেছে নেওয়া হয়েছে নিউইয়র্কের টাইম্স স্কয়ারের পূজা আয়োজনের জন্য।

ঐতিহাসিক এই আয়োজনের সাক্ষী হতে শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, এসেছিলেন সমস্ত ধর্মের মানুষ, অন্যান্য দেশের নাগরিকেরাও।‌ ছোট–বড় সকলের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দুর্গা উৎসবকে কেন্দ্র করে টাইম্স স্কয়ার হয়েছে উঠেছিল উৎসব মুখর। বাংলার জাতীয় উৎসবে মেতে উঠেছিল ম্যানহাটনের প্রাণকেন্দ্র।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, কানাডা, দুবাই ও পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন পূজারিরা। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ উপভোগ করেছেন বাঙালি সংস্কৃতির এই উদ্‌যাপন। যুক্তরাষ্ট্রেও এখন শরৎকাল। দুর্গাপুজো উদ্‌যাপনের একেবারেই উপযুক্ত মরশুম। ১৯৯০ সালে নিউইয়র্কে প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল। আজ বিশ্বের প্রাণকেন্দ্র নিউইয়র্কের টাইম্স স্কয়ারে দুর্গাপুজো হচ্ছে। নিউইয়র্ক শহরের ৩০টির বেশি পূজামণ্ডপে দুই থেকে সাত দিন ধরে এখন দুর্গাপুজো হয়। টাইম্স স্কয়ারের এই দুর্গাপুজোর উদ্‌যাপন গড়ে তুলেছে বিশ্ব মানবতার এক অপূর্ব নজির, ছড়িয়ে পড়েছে ঐক্যের মঙ্গলবার্তা।