NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে মেক্সিকোর ইউনেস্কো প্রার্থীর সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৪০ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে মেক্সিকোর ইউনেস্কো প্রার্থীর সাক্ষাৎ

ইউনেস্কোর ২০২৫-২০২৯ সালের মহাপরিচালক পদে মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের অনাবাসিক মেক্সিকান রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস উপস্থিত ছিলেন। সাক্ষাতে গ্যাব্রিয়েলা রামোস পাটিনা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রগতির প্রশংসা করেন।

 

তিনি বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে যে সহনশীলতা, নীতিগত অঙ্গীকার এবং সমতার প্রতি মনোযোগ কীভাবে কার্যকর পরিবর্তন আনতে পারে। ইউনেস্কো এই দেশকে শুধু একজন সদস্য নয় বরং সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখে।

তিনি সংকটময় একটি সময়ে অধ্যাপক ইউনুসের নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন। তিনি বলেন, আপনার নিয়োগ কেবল বাংলাদেশের জন্য নয়, বরং স্বচ্ছ ও নীতিনিষ্ঠ শাসনে বিশ্বাসীদের জন্যও আশার প্রতীক।

 

প্রধান উপদেষ্টা গ্যাব্রিয়েলা পাটিনার সফর ও প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, আমরা একটি কঠিন কিন্তু অত্যাবশ্যক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ অনেক, কিন্তু আমরা মানুষের আস্থা পুনর্গঠনে এবং সেবাপ্রদানকারী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক ইউনুস বলেন, সাম্প্রতিক বিডা ইনভেস্টমেন্ট সামিট বিনিয়োগকারীদের আস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। এটি শুধুমাত্র একটি সম্মেলন ছিল না; এটি ছিল একটি বার্তা-বাংলাদেশ উন্মুক্ত, সংস্কারমুখী এবং দায়িত্বশীল উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

উভয় পক্ষই বাংলাদেশ-মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে মতবিনিময় করেন এবং শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে নতুন সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

 

 

 

এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও এ সময় উপস্থিত ছিলেন।