NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

ভুয়া নথিপত্র দাখিলকারীদের ভিসা নয়: যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

ভুয়া নথিপত্র দাখিলকারীদের ভিসা নয়: যুক্তরাষ্ট্র

ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভুয়া নথি জমাদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইনে ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

 

পোস্টে বলা হয়, ‘ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।’

এতে আরও বলা হয়, ‘ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’

 

 

 

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ব্যবসা-বাণিজ্য, অভিবাসন নীতিসহ বিভিন্ন বিষয়ে নানান পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে আন্দোলনকারী অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। অনেক দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রেও আগের চেয়ে আরও সতর্ক বলে জানিয়েছে হোয়াইট হাউজ।