NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

নিউমার্কেটের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ওয়েব ফিল্ম


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৬ এএম

নিউমার্কেটের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ওয়েব ফিল্ম

বর্ণমালা ডেস্ক: মেয়েটির নাম হাওয়া। সহজ-সরল প্রকৃতির মেয়েটির জীবন খুব সাধারণ। ভালোবাসে বৃষ্টিতে ভিজতে, ফুল-পাখিদের সঙ্গে একা একা কথা বলতে। নিজের জন্য, পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে একদিন নিউমার্কেটে গিয়েছিল হাওয়া। কিন্তু সে ভুলেও ভাবতে পারেনি, ওই যাওয়াটা তার জীবনে ডেকে আনবে বিপর্যয়। নিউমার্কেটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয় হাওয়া। পাল্টে যায় তার জীবনের গতিপথ। তার সহজ-সরল জীবন হয়ে ওঠে ভীষণ জটিল।

এমন গল্প নিয়ে ওয়েব ফিকশন বানিয়েছেন নির্মাতা রুবেশ আনুশ। নাম ‘নিউমার্কেট’। জুনের শেষ দিকে রাজধানীর নিউমার্কেট, মগবাজার, খিলক্ষেত ও কাওলা এলাকায় ফিকশনটির শুটিং হয়েছে। শুটিং, সম্পাদনাসহ যাবতীয় কাজ শেষে ‘নিউমার্কেট’ এখন মুক্তির অপেক্ষায়। নির্মাতা জানিয়েছেন, বৃহস্পতিবার ইউটিউব চ্যানেল ‘ছায়াছবি’তে মুক্তি পাবে ফিকশনটি। রুবেল আনুশ বলেন, ‘বছর কয়েক আগে নিউমার্কেটে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অবলম্বনে এর গল্প লেখা হয়েছে। সংগত কারণে চরিত্রের নাম, সময় ও প্রেক্ষাপট বদলে দিয়েছি।’ তবে ঠিক কোন ঘটনা অবলম্বনে ফিকশনটি বানিয়েছেন তিনি, সেটি প্রচারের আগে খোলাসা করতে চাইছেন না নির্মাতা।

‘নিউমার্কেট’ ওয়েব ফিল্মে হাওয়া চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। বরিশালের মেয়ে তটিনী মিডিয়ায় কাজ শুরু করেছেন বছর কয়েক হলো। ২০১৯ সালে এক পরিচিত আপুর মাধ্যমে বিজ্ঞাপনের জন্য অডিশন দিতে গিয়েছিলেন। সেখান থেকেই শুরু। এ পর্যন্ত ৩০টির বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন তটিনী। অভিনয় করেছেন এনটিভির ‘হাউজ নং ৯৬’ ধারাবাহিকে। পিপলু আর খানের পরিচালনায় চরকির ‘এই মুহূর্তে’ অ্যান্থোলজি ফিল্মের ‘কল্পনা’ গল্পে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এ ছাড়া গত ঈদে প্রচারিত ভিকি জাহেদের ‘বাঁচিবার হলো তার সাধ’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘সুহাসিনী’ নাটকে দেখা গেছে তটিনীকে। ‘নিউমার্কেট’ ওয়েব ফিকশনটি তাঁর আরেকটি আলোচিত কাজ হবে বলে আশা অভিনেত্রীর।

তটিনী ছাড়াও এই ফিকশনে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, ওমর মালিক, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালমান, নাহিয়ান আইয়ান প্রমুখ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম।