NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

রাজস্থানকে উড়িয়ে তিনে উঠে এলো বেঙ্গালুরু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

রাজস্থানকে উড়িয়ে তিনে উঠে এলো বেঙ্গালুরু

আইপিএলের মতো আসরে ১৭৫ রানের পুঁজি নিয়ে যে লড়াই করাও কঠিন, সেটি টের পেলো রাজস্থান রয়্যালস। তাদের পাত্তাই দিলো না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জিতলো ৯ উইকেট আর ১৫ বল হাতে রেখেই।

এতে করে ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এলো রজত পাতিদারের নেতৃত্বাধীন বেঙ্গালুরু। ছয় ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া সঞ্জু স্যামসনের রাজস্থান সাত নম্বরে।

 

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্ট আর বিরাট কোহলির ৯২ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের পথ গড়ে ফেলে বেঙ্গালুরু। ৩৩ বলে ৫ চার আর ৬ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে ফেরেন সল্ট।

বাকি পথটা অনায়াসে পাড়ি দিয়েছেন কোহলি আর দেবদূত পাডিক্কেল। ৫৪ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। পাডিক্কেল ২৮ বলে ৪০ আর কোহলি ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন।

 

এই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে হাফসেঞ্চুরির সেঞ্চুরি হয়েছে কোহলির। অর্থাৎ স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি ছিল কোহলির ১০০তম ফিফটি।

এর আগে জশস্বী জয়সওয়ালের ব্যাটে চড়ে ৪ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় রাজস্থান রয়্যালস। আইপিএলের মতো আসরে এই সংগ্রহকে মামুলিই বলা যায়।

জয়পুরে টস জিতে রাজস্থানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু। সঞ্জু স্যামসন (১৯ বলে ১৫) ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও জয়সওয়াল আর রিয়ান পরাগ, ধ্রুব জুরেলদের ব্যাটে চড়ে মাঝারি মানের সংগ্রহ দাঁড় করায় রাজস্থান।

 

 

 

রিয়ান পরাগ ২২ বলে ৩০ করে আউট হন। ৪৭ বলে ১০ চার আর ২ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। শেষদিকে ধ্রুব জুরেল ২৩ বলে ২টি করে চার-ছক্কায় করেন অপরাজিত ৩৫।