NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শত্রুরা এখনও তৎপর: ফ্লোরিডা আওয়ামী লীগ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৪ এএম

একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শত্রুরা এখনও তৎপর: ফ্লোরিডা আওয়ামী লীগ
ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ কর্তৃক ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ১৩ আগস্ট এক দোয়া মাহফিল ও আলোচনা সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযাদ্ধা নান্নু আহমেদের সভাপত্বিতে ও সাবেক সাধারণ সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন লিটন খান, রানা খান, বুলবুল চৌধুরী, একরামুল ইসলাম ভুইয়া, অ্যাডভোকেট এম রহমান জহির, সালমা রহমান মিনু, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, উসমান চৌধুরী অপু, আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, শেখ আহমেদ বাবুল, সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাছের, ডাক্তার আরজু, জেমী খান, ডলি আহমেদ, মীম খান, ডা. রবি প্রমুখ। সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল আমিন মসজিদের ইমাম ড. কে নুরানী! এতে মূলধারার রাজনীতিক ডেমোক্রেট পার্টির নেতা জুনায়েদ আক্তার, ফ্লোরিডা থেকে কংগ্রেস প্রার্থী হাসান জাহাঙ্গীরও ছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সালমা রহমান মিনু। সভার মূল বক্তা এম ফজলুর রহমান বলেন, “৭১ ও ‘৭৫ এর ষড়যন্ত্রকারীরা বসে নেই। ওরা আজ দেশ-বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে যেকোনও মূল্যে অস্থিরতা সৃষ্টি করতে তারা মরিয়া।” সভায় বক্তারা প্রবাসের সকলকে বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর আহ্বান জানান।