NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

প্রথম বাংলাদেশি হিসেবে তোজ্জাম্মেলের বিশ্ব রেকর্ড


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

প্রথম বাংলাদেশি হিসেবে তোজ্জাম্মেলের বিশ্ব রেকর্ড

প্রথম বাংলাদেশি এবং বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাইকেলে নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে (এবিসি) পৌঁছে রেকর্ড গড়েছেন মো. তোজাম্মেল হোসাইন। বুধবার (২ এপ্রিল) সাইকেলসহ এবিসিতে পৌঁছায় তোজাম্মেল। বুধবার বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে তোজাম্মেল এ তথ্য জানিয়েছেন। তোজাম্মেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে রাজউক উত্তরা স্কুল ও কলেজে শিক্ষকতা করছেন।
অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে বাংলাদেশের পতাকা উত্তোলনকৃত ছবি পোস্ট করে তোজাম্মেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! বিশ্ব রেকর্ড! আল্লাহর অশেষ রহমতে, প্রথম বাংলাদেশি এবং বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে অহহধঢ়ঁৎহধ ইধংব ঈধসঢ় (অইঈ)—এ সাইকেল নিয়ে সামিট করেছি! আজ নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে আমি সাইকেলসহ অইঈ—তে পৌঁছাই, যা আমার জীবনের অন্যতম বড় অর্জন।’ সাইকেলে অন্নপূর্ণা বেস ক্যাম্পের পৌঁছার এই অভিযানে সম্পর্কে তিনি আরও লেখেন, ‘একই অভিযানে আমি ঞরষরপযড় খধশব, ঞযড়ৎড়হম খধ চধংং, সম্পূর্ণ অহহধঢ়ঁৎহধ ঈরৎপঁরঃ এবং অহহধঢ়ঁৎহধ ইধংব ঈধসঢ় সাইকেলে সম্পন্ন করেছি, যা আমাকে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এই চারটি চূড়ান্ত গন্তব্য সাইকেলে সম্পন্ন করার অনন্য রেকর্ড এনে দিয়েছে! এটি শুধু আমার জন্য নয়, বাংলাদেশের জন্যও এক নতুন ইতিহাস!’ 
এই অর্জন মেয়ে মানহাকে উৎসর্গ করে তোজাম্মেল লেখেন, ‘এই অসাধারণ অর্জন আমি আমার প্রিয় মেয়ে মানহার নামে উৎসর্গ করছি। সে হয়তো এখন বুঝবে না, কিন্তু একদিন যখন জানবে, তখন হয়তো বাবার এই স্বপ্ন, সংগ্রাম ও অর্জন তার অনুপ্রেরণার উৎস হবে। এই অভিযানের প্রতিটি মুহূর্ত ছিল চ্যালেঞ্জিং, তবে আপনাদের দোয়া, ভালোবাসা এবং সমর্থন আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা! বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব দরবারে আরও এগিয়ে যেতে চাই।’
পোস্টে তিনি জানান, বিশ্বের সর্বোচ্চ উচ্চতার হ্রদ ঞরষরপযড় খধশব তিনি ২১ মার্চ, বিশ্বের অন্যতম উচ্চতম পাস ঞযড়ৎড়হম খধ চধংং (৫,৪১৬ মিটার) ২৬ মার্চ, বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট অহহধঢ়ঁৎহধ ঈরৎপঁরঃ ২৯ মার্চ এবং হিমালয়ের অন্যতম আইকনিক বেস ক্যাম্পে অহহধঢ়ঁৎহধ ইধংব ঈধসঢ় (৪,১৩০ মিটার) ২ এপ্রিল পৌঁছান।