NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

কোপা দেল রে ফাইনালে অপেক্ষা করছে এল ক্লাসিকো। বুধবার রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

প্রথম লেগে ক্যাম্প ন্যুতে গোলের বন্যা বয়ে গিয়েছিল, ম্যাচটি শেষ হয়েছিল ৪-৪ ড্রয়ে। তবে দ্বিতীয় লেগে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ফেরান তোরেস, যার ২৭তম মিনিটের একমাত্র গোলেই বার্সেলোনা ফাইনালের টিকিট নিশ্চিত করে।

 

তরুণ প্রতিভা লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে বল পেয়ে তোরেস দক্ষতার সঙ্গে সামনে এগিয়ে যান এবং নিচু শটে বল জালে পাঠান, পরাস্ত করেন অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে।

বিরতির পর অ্যাটলেটিকো মরিয়া হয়ে সমতাসূচক গোলের খোঁজ করছিল। বিকল্প খেলোয়াড় হিসেবে নামা আলেকজান্ডার সোরলথ গোলের এক সুবর্ণ সুযোগ নষ্ট করেন, তিনি কাছ থেকে শট নিতে গিয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন।

 

তবে, জাভি হার্নান্দেজের শিষ্যরা রক্ষণ সামলে ম্যাচের বাকি সময় পার করে দেয় এবং এক গোলের লিড ধরে রেখে বিজয় নিশ্চিত করে।

এর ফলে, কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা-এল ক্লাসিকো! মঙ্গলবার রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অবিশ্বাস্যভাবে ৪-৪ ড্র করে ৫-৪ ব্যবধানে জয় পায়, যা তাদের ফাইনালে পৌঁছে দেয়।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শেষবার কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে, যেখানে গ্যারেথ বেলের দুর্দান্ত এক গোল রিয়ালকে শিরোপা জেতায়।

 

এবার সেভিয়ায় অনুষ্ঠিতব্য ফাইনালে কে জয়ী হবে, সেটিই এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু।