NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

ট্রাম্পের শুল্ক মোকাবেলায় ‘শক্ত পরিকল্পনা’ ইইউর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

ট্রাম্পের শুল্ক মোকাবেলায় ‘শক্ত পরিকল্পনা’ ইইউর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের পরিস্থিতি মোকাবেলায় ‘শক্তিশালী পরিকল্পনার’ কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে জোটের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।

ইইউপ্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ব্যাপকভাবে শুল্ক আরোপ করে তাহলে তা মোকাবেলায় জোটের শক্তিশালী পরিকল্পনা রয়েছে।’ তবে তিনি এমন বাণিজ্যযুদ্ধ এড়াতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে নেওয়ার ওপর জোর দেন।

 

ইইউপ্রধান মঙ্গলবার জানান, বাণিজ্যযুদ্ধ এড়িয়ে চলার আশা করেন তিনি। কিন্তু ওয়শিংটনের যেকোনো রকমের শুল্ক আরোপের জবাবে ব্রাসেলসের শক্তশালী পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে ‘শক্তিশালী পরিকল্পনার’ বিষয়ে বিস্তারিত জানাননি লিয়েন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিলের নাম দিয়েছেন লিবারেশান ডে।

সেদিন একগুচ্ছ শুল্ক পরিকল্পনা ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও আসলে সেদিন কী ঘটতে চলেছে সেই নিয়ে অনিশ্চিত বিশেষজ্ঞরা। কিছু বিশেষজ্ঞ বলছেন, ‘রেসিপ্রোকাল’ বা সমহারে শুল্ক ঘোষণা করতে পারেন ট্রাম্প।

 

প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার মনে করিয়ে দিয়েছেন, এই নতুন শুল্ক বিশ্বের প্রতিটি দেশের ওপর প্রভাব ফেলতে পারে।

হোয়াইট হাউসের মতে বিদেশি দ্রব্যের ওপর নতুন শুল্কের কারণে প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার লাভ হবে যুক্তরাষ্ট্রের।

 


 

অবশ্য এরই মধ্যে ইউরোপের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে ইউরোপে উৎপাদিত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ।

ইইউ পার্লামেন্টে প্রেসিডেন্ট ভন ডার লিয়েন বলেন, ‘আমরা আমাদের পদক্ষেপ নির্ধারণ করতে আগামীকালের ঘোষণা (ডোনাল্ড ট্রাম্পের) সতর্কতার সঙ্গে পর্যালোচনা করব।’ পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে জোটের নেতাদের সঙ্গে আলোচনা করছেন বলেও জানান তিনি।

 

আলোচনার কথা বললেন লিয়েন
শক্তিশালী পদক্ষেপ নেওয়ার কথা বললেও পরিস্থিতি সামলাতে আলোচনার কথাও জানালেন ইইউ প্রেসিডেন্ট। সংসদে ইইউ প্রেসিডেন্ট লিয়েন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আলোচনার মাধ্যমে সমাধান বের করা।’

সেই সঙ্গে তিনি আরো বলেন, ‘তবে অবশ্যই, যদি প্রয়োজন হয়, আমরা আমাদের স্বার্থ, আমাদের জনগণ ও আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করব। মুখোমুখি এই অবস্থা ইউরোপ তৈরি করেনি। আমরা প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে চাই না। কিন্তু যদি দরকার হয় তাহলে আামাদের একটি শক্ত পরিকল্পনা রয়েছে, আমরা সেটি ব্যবহার করব।’