NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল

সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে বেলকুচি পৌর শহরের আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ব্যানারে এ আনন্দ মিছিল হয়।

মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে ঈদের জামাত শেষ হতেই হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা। সুমধুর সুরে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ' গান বাজতে থাকে। নামাজ শেষে কয়েকশ মানুষ এ মিছিলে অংশ নেন।

 

সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল

আনন্দ মিছিলে অংশগ্রহণকারি শ্রমিক আওয়াল সেখ বলেন, বেলকুচিতে এবারই প্রথম এভাবে ঈদ উদযাপিত হলো। আমার খুবই ভালো লেগেছে। আমি পুরো সময় মিছিলে ছিলাম। প্রতিবছর এমন আয়োজন প্রত্যাশা করি।

 

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, আমাদের উদ্দেশ্য হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো ফিরিয়ে আনা। ঈদের এই আনন্দ মিছিল তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে।

সিরাজগঞ্জে সুলতানি আমলের ঈদ মিছিল

 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচির প্রতিনিধি মুসা হাশেমী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ইফতেখার আলম আসাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন।