NYC Sightseeing Pass
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মার্চ (শুক্রবার) বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে বৈঠকে যোগ দেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

 

এর আগে প্রধান উপদেষ্টা বেইজিংয়ের পিপলস গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে যোগ দেন। একই দিন দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

 

২৬ মার্চ প্রধান উপদেষ্টা চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান। পরদিন ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA)-তে বক্তৃতা দেন। 'এক পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একটি অভিন্ন ভবিষ্যতের দিকে' শীর্ষক বক্তৃতায় তিনি এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

সফর শেষে ২৯ মার্চ তিনি দেশে ফেরার কথা রয়েছে।