NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নিউইয়র্কে  এ বছর সর্বনিম্ন ফিতরা ৮ ডলার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

নিউইয়র্কে  এ বছর সর্বনিম্ন ফিতরা ৮ ডলার

 

পবিত্র হাদিস অনুসারে নারী—পুরুষ, স্বাধীন—পরাধীন, শিশু—বৃদ্ধ, ছোট—বড় সকল মুসলিমের জন্য ফিতরা প্রদান ওয়াজিব। ঈদের নামাজের পূর্বেই সকলকে ফিতরা প্রদান করতে হয়। নিউইয়র্কে এ বছর ফিতরা নির্ধারণ করা হয়েছে মাথাপিছু সর্বনিম্ন ৮ ডলার আর ওপরে ৩০ ডলার। জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মওলানা আবু জাফর বেগ এ প্রতিবেদককে জানান, এ বছর তাঁরা নূন্যতম ফিতরা নির্ধারণ করেছেন ১০ ডলার, আর সর্বাধিক ৩০ ডলার। জেএমসি একটা মধ্যম ফিতরা নির্ধারণ করেছে ১৫ ডলার।
অপর পক্ষে ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ আবুল হাশেম জানিয়েছেন, তারা এ বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছেন ৮ ডলার গমের হিসাবে, বার্লির হিসাবে ১৫ ডলার, কিসমিসের হিসাবে ৩৮ ডলার আর খেজুরের হিসাবে ৪০ ডলার।

নিউ হাইড পার্কের হিলসাইড ইসলামিক সেন্টার থেকে আজিজ ভুঁইয়া জানিয়েছেন তারা সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছেন ৮ ডলার গমের হিসাবে, ১৫ ডলার বার্লির হিসাবে, ৩৮ ডলার কিসমিসের হিসাবে আর খেজুরের হিসাবে ৪০ ডলার।
ম্যানহ্যাটানের মদিনা মসজিদের প্রেসিডেন্ট এডভোকেট নাসিরউদ্দিন জানান, এই মসজিদ সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছে ১১ ডলার।
ব্রংক্সের নর্থ ব্রংক্স জামে মসজিদ সর্বনিম্ন ১৫ ডলার, পার্কচেস্টার জামে মসজিদ ১৫ ডলার আর বাংলাবাজার জামে মসজিদ ১২ ডলার ফিতরা নির্ধারণ করেছে।