NYC Sightseeing Pass
Logo
logo

থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর

যশোরে থানা প্রাঙ্গণ থেকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) ইফতারের আগ মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, বুধবার বিকেলে যশোর শহরের খড়কি এলাকার জনৈক রিকশাচালকের পাঁচ বছরের শিশুকন্যাকে তার বাড়িতেই ধর্ষণের চেষ্টা চালায় আরমান নামে এক যুবক। শিশুটির পিতা বাড়িতে গিয়ে টের পেলে পালিয়ে যায় আরমান।

 


 

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মো. আরমানকে (১৮) গ্রেপ্তার করে থানায় নেয়। খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রকাশ্যে বিচারের দাবিতে থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা আরমানকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।


 

ওসি আরো জানান, পরে পুলিশ শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।