NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

বিশ্বের সেরা ৫ নম্বর সিনেমা এখন ‘নে ঝা ২’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

বিশ্বের সেরা ৫ নম্বর সিনেমা এখন ‘নে ঝা ২’

এটি একটি চমকপ্রদ সাফল্য। চীনা অ্যানিমেটেড ব্লকবাস্টার ‘নে ঝা ২’ বিশ্বের সর্বকালের ৫ম সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। ছবিটি ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকনেস’কে পেছনে ফেলে এই রেকর্ড ছুঁয়েছে। রবিবার পর্যন্ত সিনেমাটি চীনে ২.০৫৪ বিলিয়ন ডলার আয় করেছে।

আন্তর্জাতিক বাজার থেকে আরও ৩১ মিলিয়ন ডলার যোগ করলে গ্লোবাল আয় বেড়ে ২.০৮৫ বিলিয়ন হয়ে যায়। এই আয় দিয়েই ‘নে ঝা ২’ ছাড়িয়ে গেছে ‘স্টার ওয়ার্স’ ছবির ২.০৭১ বিলিয়ন ডলারের আয়কে। আয়ের যে গতিধারা তাতে সিনেমাটি বৈশ্বিক ফেনোমেনন হয়ে উঠেছে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা ‌‘অ্যাভাটার’-কে পেছনে ফেলতে ‘নেঝা ২’ ছবিকে আয় করতে হবে ২.৯২ বিলিয়নেরও বেশি। সেদিকেই এগিয়ে চলেছে সিনেমাটি।

 

আন্তর্জাতিকভাবে ‘নে ঝা ২’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিস্তার লাভ করছে। আগামীতে ইন্দোনেশিয়া, ইউরোপ এবং জাপানেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে সিনেমাটি আরও মোটা অংকের টাকা আয় করবে বলে প্রত্যাশা বাণিজ্য বিশ্লেষকদের। সেই আয় দিয়ে সিনেমাটি বিশ্বের সেরা আয়কারী হয়ে উঠবে বলেও ধারণা করা হচ্ছে।

বিশ্বের সেরা ৫ নম্বর সিনেমা এখন ‘নে ঝা ২’

 

আইম্যাক্স ফরম্যাটে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। এটি গ্লোবালি ১৫৫ মিলিয়ন ডলার আয় করে আইম্যাক্সের ৬ষ্ঠ সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। এ আয়ের ১৫১.৬ 6 মিলিয়ন ডলার এসেছে শুধুমাত্র চীন থেকে। যুক্তরাজ্যে আইম্যাক্স পর্দায় ৩৫% আয়ের মাধ্যমে দেশটিতে বিদেশি ভাষার সেরা আয়ের সিনেমা এখন ‘নে ঝা ২’।

অ্যানিমেটেড এই সিনেমায় উঠে এসেছে চাইনিজ পুরাণ রুপকথার গল্প। ১৬ শতকের চীনা উপন্যাস ‘দ্য ইনভেস্টিচার অফ দ্য গডস’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এর প্রধান দুটি চরিত্র নে ঝা এবং আও বিং। এক সাধারণ বালকের জাদুকরী শক্তির অধিকারী হয়ে দানবদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি আছে এতে। সেই বালকের নাম নে ঝা।

 

তাকে নিয়ে ২০১৯ সালে মুক্তি পায়া প্রথম সিনেমা ‘নে ঝা’। ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল। ৭২৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় নাম লিখিয়েছিল সিনেমাটি।