NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটে পরিবর্তন বাংলাদেশ এয়ারলাইন্স মহাসড়ক ব্লকেড নয়, জেলায় জেলায় স্বতঃস্ফূর্ত জমায়েত করুন: হাসনাত জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আমরা আর্টিস্টরা অনেক স্বার্থপর: জয়া আহসান নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ
Logo
logo

জাতিসংঘ মহাসচিবের সফরে থাকছে যেসব কর্মসূচি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

জাতিসংঘ মহাসচিবের সফরে থাকছে যেসব কর্মসূচি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চার দিনের সফরে ঢাকা আসছেন। চার দিনের সফর হলেও তিনি মূলত ১৪ ও ১৫ মার্চ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি জানান, ১৪ মার্চ শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের মহাসচিব। এরপর তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে তার একটি অনুষ্ঠান রয়েছে। রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেখানো হবে। এরপর তিনি রোহিঙ্গাদের কালচারাল সেন্টারে বিভিন্ন কর্মসূচি দেখবেন। এছাড়া তিনি তরুণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। তিনি কক্সবাজারে একটি লার্নিং সেন্টারও পরিদর্শন করবেন। এরপর ওইদিনই তিনি ঢাকায় ফিরবেন।

শফিকুল আলম আরও জানান, পরদিন শনিবারও (১৫ মার্চ) জাতিসংঘের মহাসচিব ব্যস্ত সময় কাটাবেন। তিনি এদিন সকালে ঢাকায় জাতিসংঘের অফিস পরিদর্শন করবেন। দুপুরে ঐকমত্য কমিশন ও নাগরিক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। রাতে তিনি তার সম্মানে প্রধান উপদেষ্টার আয়োজনে এক ডিনার পার্টিতে যোগ দেবেন। পরদিন ১৬ মার্চ ঢাকা ত্যাগ করবেন আন্তোনিও গুতেরেস।

 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।