NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo
যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভায়

'বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবি'


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৩১ পিএম

'বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার দাবি'

জাতীয় শোক দিবস উপলক্ষে ১১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে। 

এ সময় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক হিসেবে দণ্ডিত রাশেদ চৌধুরীকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠিয়ে দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। 

সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারির সঞ্চালনায় এ অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক উইলি নন্দি, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, যুব সম্পাদক আশরাব আলী খান লিটন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন এবং মোহাম্মদ আইয়ুব আলী। 

এছাড়া টেলিফোনে আটলান্টা থেকে ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, ফিলাডেলফিয়া থেকে নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এবং আবুল হাসান মিলন বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। শুরুতে একাত্তরের মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং পঁচাত্তরের ১৫ আগস্টে বর্বরতার ভিকটিম বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যগণের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
শোক দিবসের আনুষ্ঠানিকতা শেষে সাংগঠনিক সভায় ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী কমিটির অবশিষ্ট ৬টি নির্বাহী সদস্যের পদ পূরণ করা হয়। উপদেষ্টা পরিষদে রয়েছেন মেজর (অব:) মঞ্জুর আহমেদ বীর প্রতিক, ক্যাপ্টেন (অব:) ডা. সিতারা রহমান বীর প্রতিক, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, একুশে পুরস্কারপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা কাদেরি কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা ডা. আবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম।  

কার্যকরী কমিটির নতুন সদস্যরা হলেন নাহিদ রেজা জন শিকদার, নুরুন্নাহার খান নিশা, রুবাইয়া শবনম প্রিয়া, আবু সাঈদ সিদ্দিক জামি, কাজী মনসুর খৈয়াম এবং স্মৃতি হালদার। 

নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান টেরেসে করার সিদ্ধান্ত হয়।