NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

‘ভালোবাসা শর্তহীন’, ব্রেকাপ নিয়ে তামান্না


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

‘ভালোবাসা শর্তহীন’, ব্রেকাপ নিয়ে তামান্না

দুবছর প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন দক্ষিণ ভারতীয় তারকা তামান্না ভাটিয়া ও বলিউড অভিনেতা বিজয় ভার্মা। দুজনকে বেশ পছন্দ করেছিল তাদের অনুরাগীরা। বেশ তো ছিল সবকিছু। কিন্তু হঠাৎ কি হয়ে গেল, হলো ছন্দপতন। বলিউডের নানান আয়োজনে হাতে হাত রেখে উপস্থিত হওয়া হাতদুটি ছেড়েছে পরস্পরকে। কেন? সে প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী তামান্না। জানিয়েছেন, ভালোবাসা শর্তহীন।

তামান্নাকে আগলে রাখতেন বিজয়। কিন্তু হঠাৎ কেন ছাড়তে হলো ওই হাত? জানা গেছে, বিয়ে করে দ্রুত সংসারী হতে চেয়েছিলেন তামান্না। কিন্তু এখনও প্রস্তুত নন বিজয়। সম্প্রতি সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেত্রী। অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা ও সম্পর্ক, দুটি এক বিষয় নয়। মানুষ এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলে। আমি শুধু নারী-পুরুষের সম্পর্কের নিরিখে কথাটা বলছি না। বন্ধুত্বের ব্যাপারেও একই কথা বলব।’

 

প্রেমিক বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া

তামান্না মনে করেন, ভালোবাসায় কোনো শর্ত ধরে চলে না। ভালোবাসা সব সময় শর্তহীন। ভালোবাসায় যখনই শর্ত আরোপ করা হয়, তখনই সম্পর্ক হালকা হয়ে যায়। ওই সাক্ষাৎকারে সে প্রসঙ্গে তামান্না বলেন, ‘ভালোবাসা সব সময়ই এক তরফ থেকেই হয়।’ দুটো মানুষ ভালোবাসার সম্পর্কে জড়ায় এবং তার পরে পরস্পরের কাছ থেকে প্রত্যাশা শুরু করে। যে মুহূর্তে প্রত্যাশার প্রসঙ্গ আসে, তখনই ভালোবাসা বিনিময়ের সম্পর্কে পরিণত হয়।

 

বিয়ের কথা চলছিল তামান্না ও বিজয়ের। এমনকি বিয়ের পর একসঙ্গে থাকার জন্য নতুন বাড়িও খুঁজছিলেন তারা। শোনা যায়, চলতি বছরই বিয়ের আসর বসবে বলে ঠিক হয়েছিল। বিয়ের ব্যাপারে বেশ তৎপর ছিলেন অভিনেত্রী। সেখানেই শুরু হয় জটিলতা।