NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

পারভেজ ইমনের সেঞ্চুরিতে বিশাল জয় আবাহনীর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

পারভেজ ইমনের সেঞ্চুরিতে বিশাল জয় আবাহনীর

অগ্রণী ব্যাংকের সাথে ৩ মার্চ শেরে বাংলায় প্রথম খেলায় হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন (৫০)। কিন্তু তা কোনই কাজে লাগেনি। সে ম্যাচ হেরেছে পারভেজ হোসেন ইমনের দল আবাহনী।

আজ বৃহস্পতিবার বিকেএসপি ৪ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের সাথে দ্বিতীয় খেলাতে আরও উজ্জ্বল পারভেজ ইমন। এবার হাঁকালেন সেঞ্চুরি। বাঁহাতির ব্যাট থেকে এসেছে ১২৪ বলে ৮ ছক্কা আর ৯ বাউন্ডারিতে ১২৬ রানের বড়সড় ইনিংস। তার সাথে রান করেছেন মোহাম্মদ মিঠুনও।

প্রথম খেলায় ৭ রানে আউট হওয়া মিঠুন আজ করেন ৬৫ বলে ৭২ রান। শেষ দিকে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (২৮ বলে ৩৫) ও মাহফুজুর রাব্বি (১৪ বলে ২৮) হাত খুলে খেললে আবাহনী ৩০০-এর ঘরে পৌঁছে যায়।

 

এই রানপাহাড়ে আর সবার অবদান থাকলেও একদমই কিছু করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ৯ রানে ফিরে গেছেন তিনি। খেলেছেন ২১ বল।

প্রথম ম্যাচ না খেলা জিসান আলম বড় ইনিংস খেলতে না পারলেও ইমনের সাথে ইনিংসের সূচনা করতে নেমে ৪২ বলে ৩৫ রানের সাবলীল ইনিংস উপহার দিয়েছেন। সব মিলে ব্যাটাররা জ্বলে ওঠায় আবাহনী পায় ৬ উইকেটে ৩১৩ রানের বড় স্কোর।

প্রথম খেলায় মোহামেডানের সাথে ২৯৮ রানের বিরাট স্কোর গড়ে ১০৭ রানের বড় জয় পাওয়া এক ঝাঁক তরুণের দল গুলশান ক্রিকেট ক্লাব আজকে আর সুবিধা করতে পারেনি। হেরেছে ১৬২ রানের বিশাল ব্যবধানে।

আবাহনীর বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান (৪/৪০) ও পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর (৩/২৯) সাঁড়াশি বোলিংয়ের মুখে একদম দাঁড়াতেই পারেনি গুলশান ক্রিকেট ক্লাব।

 

মোহামেডানের সাথে আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা ওপেনার জাওয়াদ আবরার (১৮ বলে ৩৬), ওয়ান ডাউন খালেদ হাসান ( ৫৪ বলে ৪৯) আর নিচের দিকে নিহাদউজ্জামান (৩৫ বলে ৩৫) ছাড়া গুলশানের আর কেউ রান পাননি।