NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

অস্কারে ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন শন বেকার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

অস্কারে ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন শন বেকার

‌‘অ্যানোরা’ ছবিটি নিয়ে আলোচনা চলছিল মনোনয়ন পাওয়ার পর থেকেই। বিশ্বের নানা পুরস্কারের মঞ্চে ছবিটি একের পর এক সাফল্য পেয়েছে। সমালোচকদের প্রশংসা পেয়েছে। স্বভাবতই অনেকে ধরে নিয়েছিলেন অস্কারেও এই সিনেমাটি ভালো সাফল্য পাবে। হলোও তাই। ছবিটি মোট পাঁচটি পুরস্কার জিতে নিয়েছে।

তবে এরমধ্যে ছবিটির পরিচালক শন বেকার আবার গড়ে ফেলেছেন অনন্য এক ইতিহাস। এক আসরে চারটি পুরস্কার পেয়ে ৭০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। আগে এই পুরস্কারটি হলিউডের কিংবদন্তি ওয়াল্ট ডিজনির দখলে ছিল।

 

‘অ্যানোরা’ পরিচালক ৯৭তম অস্কারের মঞ্চে বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর, বেস্ট এডিটিং এবং বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কৃত হয়েছেন। এক রাতে চারটি অস্কার জেতার এই কৃতিত্বে তিনি এখন সবার শীর্ষে। এর আগে ১৯৫৪ সালে এমন অর্জন করেছিলেন ওয়াল্ট ডিজনি। সেবার ডিজনি ‘দ্য লিভিং ডেজার্ট’ ছবির জন্য বেস্ট ডকুমেন্টারি, ‘দ্য আলাস্কান এস্কিমো’ ছবির জন্য বেস্ট ডকুমেন্টারি শর্ট, ‘টুট হুইসেল প্লাংক অ্যান্ড বুম’ ছবির জন্য বেস্ট শর্ট কার্টুন এবং ‘বেয়ার কান্ট্রি’ ছবির জন্য বেস্ট শর্ট সাবজেক্ট বিভাগে পুরস্কার জিতেছিলেন তিনি।

তবে ডিজনির তুলনায় বেকার একটি বড় পার্থক্য তৈরি করেছেন। ডিজনি মনোনয়ন পাওয়া সব বিভাগে পুরস্কার জিততে পারেননি। তিনি ৬টি বিভাগে মনোনয়ন পেয়ে ৪টি বিভাগে অস্কার জয় করেছিলেন। আর বেকার চারটি ক্যাটাগরিতেই পুরস্কৃত হয়েছেন যেগুলোতে তিনি মনোনীত ছিলেন।

 

পাশাপাশি ডিজনির চেয়ে আরও একটি বড় পার্থক্য তৈরি করেছেন বেকার। তিনি একটি সিনেমা দিয়েই চারটি অস্কার জিতে নিয়েছেন। তবে হলিউডের কিংবদন্তি প্রযোজক ওয়াল্ট ডিজনি চারটি পুরস্কার জিতেছিলেন একাধিক সিনেমা দিয়ে।