NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

বাবুল, তুষার ও তালহাদের বিষয়ে সিদ্ধান্ত আজ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

বাবুল, তুষার ও তালহাদের বিষয়ে সিদ্ধান্ত আজ

মিজানুর রহমান বাবুল, তুষার ইমরান ও তালহা জুবায়ের- তিনজনই বিসিবির চুক্তিভুক্ত কোচিং স্টাফ এবং প্রত্যেকেই বিপিএলে কোচিং করিয়েছেন।

চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হেড কোচ ছিলেন মিজানুর রহমান বাবুল। অল্পের জন্য বাদ পড়া খুলনা টাইগার্সের প্রধান প্রশিক্ষক ছিলেন তালহা জুবায়ের। আর তুষার ইমরান ছিলেন চিটাগং কিংসের কোচ।

 

এখন তারা কি আবার ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করাতে পারবেন? বিসিবির নেয়া সিদ্ধান্ত পরিবর্তন বা পুনর্বিবেচনা করা না হলে, পারবেন না। তাহলে মোহামেডান, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জে প্রিমিয়ার লিগে নতুন কোচ নিয়োগ করতে হবে।

এদিকে আজ সাল ৯ টা থেকে শেরে বাংলা স্টেডিয়াম, বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠে ২০২৫ সালের প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। মিজানুর রহমান বাবুল, তুষার ও তালহা তিনজনই হেড কোচের দায়িত্বে আছেন। কিন্তু বিসিবির সিদ্ধান্তের কারণে তাদের কি হবে?

 

আজ সোমবার দুপুরে বিসিবি পরিচালক পর্ষদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ধারণা করা হচ্ছে, বিসিবি তাদের বেতনভুক্ত কোচদের বিপিএলের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করানোর অনুমতি প্রদান করবে।

 

এদিকে বিসিবির আজকের সভায় দেশি কোচদের পাশাপাশি ভিনদেশি কোচদের চুক্তি নিয়েও আলোচনা হবে। সে সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের পারফরমেন্স নিয়েও বিশদ আলোচনা হবে বলে জানা গেছে।