NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

এক গানেই তিন কোটি, এ আর রহমান যেন টাকার মেশিন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

এক গানেই তিন কোটি, এ আর রহমান যেন টাকার মেশিন

তার গান মানেই বাড়তি আগ্রহ শ্রোতাদের। সিনেমাতে তার গান রাখা হয় দর্শককে আকৃষ্ট করতে। অনেক সিনেমার ভাগ্যেই বদলে দিয়েছেন ভারতের সংগীত জাদুকর এ আর রহমান। দীর্ঘ দিনের ক্যারিয়ারে বহু হিট ও ঐতিহাসিক গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কও তিনি।

পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, ‘মা তুজে সালাম’খ্যাত গায়ক এ আর রহমান এক গান জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন। একটি সিনেমায় গান করতে তিনি পারিশ্রমিক নেন ৮-১০ কোটি রুপিরও বেশি। মোটা এই পারিশ্রমিকের কল্যাণে তার মোট সম্পদের পরিমাণ
বর্তমানে প্রায় ১৭০০ কোটি রুপি।

 

সর্বশেষ এ আর রহমান ‘ছাবা’ সিনেমার স্কোর এবং সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন। ছবিটি বর্তমানে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে। গানগুলোও বেশ প্রশংসা পেয়েছে। এছাড়া তিনি জার্মান সংগীতজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে রণবীর কাপুর ও নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার সংগীতায়োজন করতে যাচ্ছেন।

এ আর রহমানের পারিশ্রমিক অন্যান্য শীর্ষ গায়কদের তুলনায় প্রায় ১১০০% বেশি, পিঙ্কভিলা এমনটাই দাবি করেছে। সেইসঙ্গে তারা প্রকাশ করেছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতের শীর্ষ ৫ গায়কের তালিকাও।

 

শীর্ষ ৫ ভারতীয় গায়কের পারিশ্রমিক (প্রতি গান):
এ আর রহমান: ৩ কোটি রুপি
শ্রেয়া ঘোষাল: ২৫ লাখ রুপি
সুনিধি চৌহান: ১৮-২০ লাখ রুপি
অরিজিত সিংহ: ১৮-২০ লাখ রুপি
সোনু নিগাম: ১৫-৮০ লাখ রুপি

 

এছাড়া জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রতিটি গানের জন্য পারিশ্রমিক পান ১০ লাখ রুপিরও বেশি। একইভাবে মিকা সিং, বাদশাহ এবং নেহা কক্করও প্রায় একই পরিমাণ আয় করেন।