NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

ভারত ম্যাচের আগে পাকিস্তানের কঠোর সমালোচনা আফ্রিদির


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৫ পিএম

ভারত ম্যাচের আগে পাকিস্তানের কঠোর সমালোচনা আফ্রিদির

ভারত-পাকিস্তান মহারণ আগামীকাল রোববার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ-গ্রুপের খেলায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্রিকেট পরাশক্তি। এ ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। যার প্রমাণ মিলেছে, টুর্নামেন্ট শুরুর অনেক আগেই; ম্যাচের টিকিট ছাড়ার দিনেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল।

হাইভোল্টেজ এ ম্যাচে কে জিতবে, সেটি ভক্তদের আলোচনার মূল বিষয়। শক্তির দিক থেকে কারা এগিয়ে ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন তাদের মনে। বলে রাখা ভালো- ২০১৭ সালে ভারতকে হারিয়েই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।

 

এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি ভারতকেই রাখছেন এগিয়ে। কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের।

আফ্রিদি দাবি করেছেন, যারা (পাকিস্তান) চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখতে মাঠে নামবে, তাদের মধ্যে এমন কোন খেলোয়াড় নেই যিনি কিনা এককভাবে ম্যাচ জেতাতে পারবেন।

 

জিওহটস্টারের একটি বিশেষ শোতে ভারত-পাকিস্তান ম্যাচের আগে আফ্রিদি বলেন, ‘যদি আমরা ম্যাচ উইনারদের কথা বলি, তাহলে আমি বলব ভারত অধিক ম্যাচ উইনারদের নিয়ে সাজানো। ম্যাচ উইনার সেই খেলোয়াড়, যে জানে এককভাবে খেলা জেতানো যাবে কিভাবে। এখন আমাদের পাকিস্তানে এমন খেলোয়াড় নেই।’

ভারত সম্পর্কে আফ্রিদি আরও বলেন, ‘ভারতের শক্তি তাদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারে। তাদের মধ্যেই ম্যাচ জেতানোর সক্ষমতা রয়েছে। দীর্ঘ সময় ধরে আমরা খেলোয়াড়দের সুযোগ দিয়েছি, কিন্তু কেউই ধারাবাহিকভাবে পারফর্ম করেনি। কেউ কিছু ম্যাচে ভালো খেলেছে, কিন্তু আমাদের এমন খেলোয়াড় নেই যারা এক বা দুই বছর, অথবা ৫০-৬০ ম্যাচ ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে। এই জায়গাতেই আমরা ভারত থেকে কিছুটা পিছিয়ে আছি। কারণ ভারত এই জায়গায় অনেক শক্তিশালী। তবে ভারতের বিরুদ্ধে জয়ের মূল চাবিকাঠি হল সম্মিলিত পারফরম্যান্স — সেটা ব্যাটসম্যান, বোলার বা স্পিনার— সবার অবদানই জরুরি।’

পাকিস্তানেরর অধিনায়ক রিজওয়ানের প্রশংসা করে আফ্রিদি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে রিজওয়ানকে দলের জন্য আদর্শ স্থাপন করতে হবে — এটি খুবই গুরুত্বপূর্ণ। তাকে প্রতিটি ম্যাচে ভালো পারফর্ম করতে হবে এবং তার মনোভাব, শরীরের ভাষা এবং নেতৃত্বের গুণাবলী অনেক কিছু নির্ধারণ করে।’

 

‘ক্যাপ্টেন হওয়ার ফলে সমান পরিমাণ প্রশংসা ও সমালোচনা আসে। তার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। কারণ সে দলের একটি শক্তিশালী ভিত্তি। সবার সঙ্গে একই আচরণ করেন। সে একজন যোদ্ধা এবং মাঠে তার কর্মদক্ষতা সবার মাঝে ছড়িয়ে দিতে পারে। আমি তাকে বড় ম্যাচে ভালো পারফর্ম করতে দেখেছি এবং আমি আত্মবিশ্বাসী যে সে দলকে ভালো নেতৃত্ব দেবেন’-যোগ করেন আফ্রিদি।