NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

ইতিবাচক কর্মসম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা ও দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৫ এএম

ইতিবাচক কর্মসম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা ও দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ঢাকা ও দিল্লি ইতিবাচক কর্মসম্পর্ক গড়ে তুলতে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে সম্মত হয়েছে। সম্প্রতি ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে উপদেষ্টা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, আমরা একমত হয়েছি যে, আমাদের একটি ভালো কর্মসম্পর্ক থাকা দরকার।

তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য গতি ফিরে পেয়েছে এবং এটি আগের অবস্থায় পৌঁছেছে। তবে ভিসা সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর মতো কিছু সমস্যা এখনো সমাধান করা দরকার। তিনি বলেন, বিষয়টি জয়শঙ্কর ইতিবাচকভাবে নিয়েছেন।

 

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আলোচনায় সুনির্দিষ্ট কোনো চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়নি। তবে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে কিছু বাধা অতিক্রম করার প্রয়োজনীয়তা স্বীকার করেছে।

তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার উল্লেখ করে তিনি জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে।

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তবে সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, এটি একটি স্বতন্ত্র ইস্যু এবং আদালতের আদেশের পর বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

মার্কিন অর্থায়ন স্থগিতের বিষয়ে হোসেন বলেন, এটি নির্দিষ্ট করে বাংলাদেশের কোনো বিষয় নয়। এই মুহূর্তে বাংলাদেশের কিছু করার নেই, তবে চ্যালেঞ্জ মোকাবিলার উপায় খুঁজে বের করতে হবে।

 

অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে রোববার ওমানের মাসকাটে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা হোসেন। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জগুলো স্বীকার করেন এবং সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।