NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

জনি ডেপই হবেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৯ এএম

জনি ডেপই হবেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‌‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’। এ সিরিজের সবগুলো সিনেমাই বিশ্বজুড়ে দর্শককে মুগ্ধ করেছ। ছবির প্রধান চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন জনি ডেপ। গেল কয়েক বছরে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বেশ বিতর্কে পড়ে যান তিনি। অ্যাম্বার তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনেছিলেন।

সেই সূত্রে তার অনেক কাজই বাতিল হয়ে গিয়েছিল। জ্যাক স্প্যারো চরিত্র থেকেও তিনি বাদ পড়েছিলেন। তবে সব মামলা মিথ্যে প্রমাণ হওয়ায় আপাতত জনি ডেপের কোথাও কাজ করতে কোনো সমস্যা নেই। তখন থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন জনি ডেপ আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে ফিরবেন বলে।

 

অবশেষে তাদের ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে বলেই দাবি করছে হলিউডভিত্তিক গণমাধ্যমগুলো। নতুন গুঞ্জন উঠেছে, ডিজনি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ডেপকে আবার তারা ক্যাপ্টেনের চরিত্রে ফিরিয়ে আনবে। সবকিছু ঠিক থাকলে আগের পর্বগুলোর চেয়েও উপভোগ্য করে তৈরি হবে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ৬’।

পাইরেটস ফ্র্যাঞ্চাইজটি বিশ্বব্যাপী ৪.৫ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। দর্শককে চমক দিয়ে সেই সাফল্য ধরে রাখতে চায় ডিজনি। দ্য ডিসইনসাইডারের খবর অনুযায়ী, সিরিজটির নতুন সিনেমার শুটিং শিগগিরই শুরু হবে। তবে ডিজনি এখনও প্লট বা কাস্টের বিষয়ে আনুষ্ঠানিক কিছু ঘোষণা দেয়নি।

 

পাইরেটস সিরিজটির প্রথম পর্ব ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পিয়ারল’ নাম নিয়ে ২০০৩ সালে মুক্তি পায়। সেখানে জনি ডেপ ছিলেন অনন্য চরিত্র জ্যাক স্প্যারো। তার সঙ্গে ছিলেন জিওফ্রে রাশ, কিরা নাইটলি এবং অরল্যান্ডো ব্লুম। এই ছবিটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সফল। পরবর্তী ছবিগুলোও খুব ভালো ব্যবসা করেছে, তবে জনপ্রিয়তা প্রথমটির চেয়ে তুলনামূলক কম ছিল।

 

‘পাইরেটস ৬’ দিয়ে নতুন ইতিহাস তৈরি করতে চাইছে ডিজনি। সেজন্য তারা একটি আকর্ষণীয় গল্প বাছাই করেছে। থাকবে অনেক ভিএফএক্স ও সাউন্ডের জৌলুস। আশা করা হচ্ছে, নতুন অ্যাডভেঞ্চারে জ্যাক স্প্যারো ফিরবেন দুর্দান্ত প্রত্যাবর্তনে।