NYC Sightseeing Pass
Logo
logo

যে চমক নিয়ে আসছেন আলিয়া


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪০ পিএম

যে চমক নিয়ে আসছেন আলিয়া

আলিয়া ভাট বর্তমানে বলিউডের অন্যতম সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রী। তিনি এখন সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তার সহঅভিনেতা রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

আলিয়া এই সিনেমার জন্য ২০০ দিনের বেশি সময় দিয়েছেন। ভানসালি সিনেমাটির কাজ আসছে অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চান।

 

তবে নায়িকা এখন নতুন খবরের জন্য আলোচনায়। নতুন চমক দিতে যাচ্ছেন তিনি ভক্তদের। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ আশ্বিন। তিনি ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন। নতুন চলচ্চিত্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর সেই সিনেমায় প্রধান ভূমিকায়
অভিনয় করবেন আলিয়া ভাট।

ছবিটি নির্মিত হবে বিগ বাজেটে। এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি। পিঙ্কভিলা জানায়, সিনেমাটিতে কাজ করা নিয়ে আলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত। ইতিমধ্যেই গল্প পড়েছেন তিনি। পছন্দও করেছেন।

 

সূত্র আরও জানায়, আলিয়ার সঙ্গে নাগ আশ্বিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলিয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করে নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন। নভেম্বরে একটি অন্য সিনেমায় কাজের কথা আছে তার। এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সবরকম কাজ শেষ করতে চান।

 

তবে ছবিটির নাম ও আলিয়ার চরিত্রের ব্যাপারে কিছু জানা যায়নি। সেইসঙ্গে এটাও নিশ্চিত হওয়া যায়নি ছবিটিতে অন্যান্য তারকা কারা অভিনয় করবেন।