NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে
Logo
logo

বিগত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে, যার নমুনা আয়নাঘর - প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৯ এএম

বিগত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে, যার নমুনা আয়নাঘর - প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘গত সরকার (আওয়ামী লীগ সরকার) সবক্ষেত্রে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে। আয়নাঘর তার একটা নমুনা।’

তিনি বলেন, ‘যে খুপরির মধ্যে তাদের (বন্দিদের) রাখা হয়েছে, গ্রামের মুরগির খাঁচাও এর চেয়ে বড় হয়। তাদের মাসের পর মাস, বছরের পর বছর এভাবে বন্দি করে রাখা হয়েছে। মানুষ হিসেবে সামান্য মানবিক অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর (আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচারবহির্ভূতভাবে যেখানে আটক রাখা হতো) পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এর আগে এদিন সকাল সাড়ে ১০টায় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। তিনি আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন।

 

পরিদর্শন শেষে দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত তুলে ধরেন। আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা যা বলেন তা পড়ে শোনান প্রেস সচিব।

আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা আমাদের সবার অপরাধ যে এটা (আয়নাঘর) আমরা হতে দিয়েছি। যারা করেছে তারা আমাদেরই সন্তান, ভাই, আত্মীয়। সমাজকে নিপীড়নের এই চূড়ান্ত রূপ থেকে বের করে না আনতে পারলে এই সমাজ টিকে থাকবে না।’

 

তিনি বলেন, ‘যা দেখেছি তা বর্ণনা করার মতো নয়। এটা অবর্ণনীয়। বর্ণনা যদি করতে হয় তাহলে বলতে হয় এটা বীভৎস দৃশ্য। মানুষের মনুষত্ববোধ বলে কোনো কিছু আছে এ দৃশ্য সে বোধ থেকে বহু দূরে। যা-ই হয়েছে এখানে, যে কয়জন গুমের বর্ণনা দিয়েছেন সেগুলো অবিশ্বাস্য, নৃশংস অত্যাচার। যতটাই শুনি অবিশ্বাস্য লাগে। বিনা দোষে তাদের তুলে এনে যে অত্যাচার করা হয়েছে এটাই কি আমাদের সমাজ? এই সমাজ আমরা গড়লাম!’