NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

এবার পপিকে নিয়ে যা বললেন ওমর সানী


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ১১:৫৯ এএম

এবার পপিকে নিয়ে যা বললেন ওমর সানী

দীর্ঘদিন ধরেই নিখোঁজ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিক পারভিন পপি। সম্প্রতি তিনি পারিবারিক জমিসংক্রান্ত বিবাদে প্রকাশ্যে আসেন। বাবার জমি একাই ভোগ করতে চান পপি এমন অভিযোগ করে থানায় জিডি করেছে তার পরিবারের সদস্যরা। সেই সংবাদে এখন ভাইরাল পপি।

সম্প্রতি অভিনেত্রী পপির বিরুদ্ধে ভাই-বোনদের বঞ্চিত করে বাবার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। তার নামে স্থানীয় থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন, বিষয়টি নিশ্চিত করেছেন পপির মা ও বোন। জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সাঙ্গপাঙ্গসহ সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভিনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

 

এদিকে জমিসংক্রান্ত বিবাদে সহকর্মীরাও কথা বলছেন অভিনেত্রীকে নিয়ে। চলচ্চিত্রে পপির যাত্রা শুরু হয়েছিল ‘কুলি’ সিনেমার মাধ্যমে। এ ছবিতে তার বিপরীতে ছিলেন ওমর সানী। এবার তিনিও নিজের ফেসবুকে লিখলেন পপিকে নিয়ে।

সানীর ভাষ্য, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান। যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা। কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি। আল্লাহ তোকে ভালো রাখুক।’

 

ওমর সানীর পোস্টটি নেটিজেনদের চোখে পড়তে সময় নেয়নি। বিনোদন অঙ্গনের অনেকে এতে করেছেন মন্তব্য। পপিকে জানাচ্ছেন শুভকামনা।

ইন্ডাস্ট্রিতে শুরুতে তার এ অনুপস্থিতিকে সাময়িক বিরতি ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু সময় যতই গড়াতে থাকে, বোঝা যায়, বিনোদন অঙ্গনকে বিদায় জানিয়েছেন পপি। এরই মধ্যে তার চুপিচুপি বিয়ে করার খবরও শোনা যায়। শোনা যায় সন্তান জন্মের খবর।

অবশেষে প্রকাশ হয়েছে নায়িকা পপির স্বামী ও সন্তানের ছবি। সেখানে দেখা গেছে, বেশ বড় হয়ে গেছে পপির ছেলে আয়াত। বিয়ে নিয়ে কেন এমন লুকোচুরি? জানতে চাইলে কথা বলতে রাজি হননি অভিনেত্রী। তার মেজ বোন ফিরোজা পারভিন জাগো নিউজকে বলেন, ‘আমরাও তো ঠিকমতো জানি না কেন সে লুকোচুরি করছে।’

 

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় পপির। তবে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এখানে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি তখন ৭ কোটি টাকা ব্যবসা করেছিল।

 

এরপর বহু ছবিতে অভিনয় করেছিলেন পপি। ক্যারিয়ারজুড়ে ওমর সানী দিয়ে শুরু করে ইলিয়াস কাঞ্চন, মান্না, রিয়াজ, ফেরদৌস, আমিন খান, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সমসমায়িক প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে জুটি হয়ে সাফল্য পেয়েছেন তিনি। ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছেন এই অভিনেত্রী।