NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

অন্যরকম অভিষেকের অপেক্ষায় সোহানা সাবা


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০১:২২ এএম

>
অন্যরকম অভিষেকের অপেক্ষায় সোহানা সাবা

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ের পাশাপাশি কথা বলাও তিনি বেশ পটু। তাই তো বিভিন্ন সময় টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছিলেন। শুধু অভিনয় নিয়ে পড়ে থাকতে গিয়ে উপস্থাপনায় নাম লেখাননি তিনি। তবে করোনাকালে অনলাইনে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে নিজের অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী।

এবার টিভি অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক হচ্ছে সোহানা সাবার। আর তার নতুন এই যাত্রা শুরু হচ্ছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির একটি নিয়মিত সাপ্তাহিক সেলিব্রেটি শো দিয়ে। যার নাম ‘তারার মেলা’। আগামী ১৩ আগস্ট থেকে প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে ৩০ মিনিটের এই অনুষ্ঠান। যেখানে সাবার অতিথি হয়ে আসবেন দেশের জনপ্রিয় তারকারা। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ।

তার আগে ১১ আগস্ট বিটিভি ভবনে অনুষ্ঠানের প্রথম পর্বের শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। রিয়াজ ছাড়াও এদিন সাবার অতিথির চেয়ারে বসবেন মামুনুর রশিদ, জুয়েল আইচ ও ওমর সানী।

নতুন এই যাত্রা প্রসঙ্গে সোহানা সাবা ঢাকা পোস্টকে বলেন, “ক্যারিয়ারের শুরু থেকে এনটিভির কামাল আংকেলসহ অনেকেই আমাকে উপস্থাপনা করতে বলেছেন। এর কারণ আমি কথা খুব ভালো বলতে পারি। তবে আমি চেয়েছিলাম শুধু অভিনয়টা করতে। তাই আগ্রহী হইনি। এরমধ্যে আমার ‘আড্ডা উইথ সোহানা সাবা’র জন্য অনেক ভালো রেসপন্স পেয়েছি। সব মিলিয়ে মনে হয়েছে বিটিভির এই অনুষ্ঠানটি উপস্থাপনা করলে ভালো হবে।”

এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘অনুষ্ঠানটির মাধ্যমে আমরা দর্শকদের বাড়তি আনন্দ ও মজা দেওয়ার চেষ্টা করব। আশাকরি দেশের শোবিজ অঙ্গনের তারকাদের সঙ্গে দারুণ সময় কাটবে।’

জানা গেছে, ‘তারার মেলা’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন নূর আনোয়ার রঞ্জু। স্ক্রিপ্ট লিখছেন সাংবাদিক সৈকত সালাউদ্দিন।