NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

কান উৎসবের জুরিপ্রধান হচ্ছেন অভিনেত্রী জুলিয়েট


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫০ এএম

কান উৎসবের জুরিপ্রধান হচ্ছেন অভিনেত্রী জুলিয়েট

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে জুরিবোর্ডের প্রধান হচ্ছেন ফ্রান্সের জনপ্রিয় অভিনেত্রী জুলিয়েট বিনোশ। এই উৎসবের ইতিহাসে দ্বিতীয় নারী জুরিপ্রধান হতে যাচ্ছেন তিনি। এর আগে ‘বার্বি’ ছবির পরিচালক গ্রেটা গারউইগ ছিলেন প্রথম নারী, যিনি ছিলেন জুরি সভাপতি।

গত বছর কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে জুলিয়েট বিনোশ ও মেরিল স্ট্রিপ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

 

গত বছর কান চলচ্চিত্র উৎসবে সম্মানজনক স্বর্ণপাম পান গ্রহণ করেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছিলেন জুলিয়েট বিনোশ। এ বছর বিচারক হিসেবে আমন্ত্রণ পাওয়া তার জন্য যেন স্বপ্নের মতো এক ঘটনা। প্রতিক্রিয়া জানিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী বলেন, ‘জুরি হয়ে অন্য সদস্যদের সঙ্গে এগিয়ে যেতে চাই, ভাগাভাগি করতে চাই জীবনের অভিজ্ঞতা।’

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার অংশগ্রহণের স্মৃতি ভাগাভাগি করতে গিয়ে জুলিয়েট জানিয়েছেন, এভাবে উৎসবটিতে ফেরা তার জন্য অকল্পনীয়। ভ্যারাইটি সাময়িকী এই অভিনেত্রী বলেন, ‘প্রায় ৪০ বছর আগের কথা। ক্যারিয়ার নিয়ে এক ধরনের উদ্দীপনা ও অনিশ্চয়তার মধ্যদিয়ে যাচ্ছিলাম। ১৯৮৫ সালে প্রথমবার তরুণ অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে পা রেখেছিলাম। স্বপ্নেও ভাবিনি যে, কোনো একদিন এ উৎসবের এমন সম্মানজনক এক আসনে আমার জায়গা হবে।’

 

১৯৮৩ সালে ‘লিবার্টি বেল’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন জুলিয়েট। দুবছর পর প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। নাম লেখান ‘রঁদেভু’ সিনেমায়। এটি কান উৎসবে স্বর্ণপাম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে। সেই সুবাদে উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। ৪ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ৭০টির মতো সিনেমায় অভিনয় করেছেন জুলিয়েট।

জুলিয়েট বিনোশ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

দুবার অস্কারে মনোনয়ন পান জুলিয়েট। ‘দ্য ইংলিশ পেশেন্ট’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতে নেন তিনি। এই সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসব ও বাফটা থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। ‘সার্টিফায়েড কপি’ সিনেমার জন্য কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি। সম্প্রতি ইউরোপিয়ান ফিল্ম একাডেমির সভাপতি নির্বাচিত হয়েছেন জুলিয়েট।

 

চলতি বছরের ১৩ মে বসছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। এপ্রিলের মাঝামাঝি সময়ে জানা যাবে বিভিন্ন শাখায় নির্বাচিত সিনেমার তালিকা, যেসব সিনেমা থেকে সেরা সিনেমাগুলো বেছে নেবেন জুলিয়েট ও তার জুরিরা।