NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

দুর্ঘটনায় আহত নৃত্যশিল্পীকে রক্ত দিয়ে বাঁচালেন বাপ্পী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
দুর্ঘটনায় আহত নৃত্যশিল্পীকে রক্ত দিয়ে বাঁচালেন বাপ্পী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরীকে প্রায়ই বিভিন্ন মানবিক কাজ করতে দেখা যায়। এবার মধ্য রাতে হাসপাতালে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নৃত্যশিল্পীকে রক্ত দিলেন তিনি। সোমবার (৮ আগস্ট) দিনগত রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে ঝর্ণা নামের এক ফ্রিলেন্স নৃত্যশিল্পীকে রক্ত দেন এই অভিনেতা।

এর আগে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন নৃত্যশিল্পী দম্পতি রিপন ও ঝর্ণা। তারা দুজনই শুটিং শেষে রিকশা করে বাসায় ফিরছিলেন।

ঘটনাটি জানিয়ে নৃত্যপরিচালক হাবিবুর রহমান বলেন, ‘রিপন ও ঝর্ণা ফ্রিলেন্স নৃত্যশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমার সঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। সোমবার মধ্য রাতে একটি শুটিং শেষ করে রিকশায় করে তারা বাসায় ফিরছিলেন। তখন পেছন থেকে তাদেরকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা দু’জনই। এরপর পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

দুর্ঘটনার কবলে পড়া নৃত্যশিল্পী দম্পতি রিপন ও ঝর্ণা

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় ঝর্ণার বাম পা ভেঙে যায় ও রগ ছিঁড়ে যায়। জরুরিভিত্তিতে তার অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন ছিল। আমিসহ আমার অনেক সহকর্মী বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দেই। এরপর নায়ক বাপ্পী ভাই জানতে পেরে সঙ্গে সঙ্গে রাত ১টার দিকে হাসপাতালে ছুটে আসেন। তিনি রক্ত দেওয়ার পরই ঝর্ণার অস্ত্রোপচার হয়। ’

হাবিব আরও জানান, ঝর্ণা পঙ্গু হাসপাতালে ভর্তি হলেও তার স্বামী ভর্তি হয়েছেন ঢাকা মেডিক্যালে। বর্তমানে তাদের দুজনের অবস্থাই স্থিতিশীল। ঘাতক মাইক্রোবাস ও এর চালককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বর্তমানে ‘শত্রু’ শিরোনামের একটি পুলিশ অ্যাকশন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত বাপ্পী। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘জয় বাংলা’, ‘ডেঞ্জার জোন’, ‘৫৭০’, ‘কুস্তিগীর’সহ বেশ কয়েকটি সিনেমা।