NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

মাসুরার অভিযোগ, সবাই ট্রফি আর কৃতিত্ব চায়, আমাদের সমস্যা মূল্যহীন


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ১১:১৬ এএম

মাসুরার অভিযোগ, সবাই ট্রফি আর কৃতিত্ব চায়, আমাদের সমস্যা মূল্যহীন

ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগ তুলে নিজের ভ্যারিফায়েড ফেজবুক পেজে স্ট্যাটাস দিয়ে ফুটবল অঙ্গনে আলোড়ন তুলেছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, জাপান প্রবাসী মাতসুশিমা সুমাইয়া। যে স্ট্যাটাসে তিনি আক্ষেপ প্রকাশ করেন, কেন একজন ফুটবলার হতে গেলেন? কারণ, একজন ক্রীড়াবিদ হিসেবে যেভাবে দেশকে পাশে পাওয়ার কথা ছিল, সেভাবে পাচ্ছেন না।

 

সতীর্থের এই মনোভাবকে সমর্থন জানিয়ে সন্ধ্যায় নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাফজয়ী আরেক নারী ফুটবলার মাসুরা পারভীন। ডিফেন্ডার মাসুরা পারভীন নিজের ভ্যারিফায়েড ফেজবুকে সুমাইয়ার স্ট্যাটাস শেয়ার দিয়েছেন এবং পরে লিখেছেন, ‘আমি তোমার সাথে একমত সুমাইয়া। আমারও একই অনুভূতি এখন। এখানে বাংলাদেশে আসলে কেউ আমাদের বা আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেন না। তাদের শুধু দরকার ট্রফি এবং কৃতিত্ব এবং অনেক কিছুই। কোন অভিযোগ নেই, কোন সমস্যা নেই, কোন তর্ক নেই, কোন আলোচনাও নেই। আমাদের সমস্যা তাদের কাছে মূল্যহীন বা কার্যকরী নয়।’

 

কোচ পিটার বাটলার ও মেয়েদের মধ্যে তৈরি হওয়া এই দ্বন্দ্ব এখন দেশের ফুটবলের সবচেয়ে আলোচিত খবর। লিখিতভাবে অভিযোগ দিয়ে একযোগে ক্যাম্প ছেড়ে চলে যাওয়া ১৮ ফুটবলারের সাথে এরইমধ্যে কথা বলেছেন বাফুফে গঠিত বিশেষ কমিটি।

কমিটির এক সদস্য জানিয়েছেন, চিঠিতে সই করা ওই ১৮ ফুটবলারদের মনে হয়েছে তারা তাদের সিদ্ধান্তে অটল। মঙ্গলবার কমিটি বসেছিল কোচ পিটার বাটলারের সাথে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। এখন সবাই তাকিয়ে আছেন এই কমিটির প্রতিবেদন ও বাফুফের সিদ্ধান্তের দিকে।

 

এদিকে ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ পাওয়া সুমাইয়া আপাতত ক্যাম্পে নেই। তিনি নিজ বাসায় চলে গেছেন। বাফুফে থেকে তার পরিবারের সাথে কথা বলা হয়েছে বিষয়টি জানতে। সুমাইয়ার সাথে কথা বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।