NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

জাতীয় দলের ক্যাম্প শুরু ২৮ ফেব্রুয়ারি


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৭ এএম

জাতীয় দলের ক্যাম্প শুরু ২৮ ফেব্রুয়ারি

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। দুই ধাপে হবে এবারের ক্যাম্প। ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় হবে প্রস্তুতি ক্যাম্প। 

এরপর দিন বাংলাদেশ দল চলে যাবে সৌদি আরবে।

টানা তৃতীয়বারের মতো মরুর দেশে প্রস্তুতি নেবেন তপু বর্মণ-রাকিব হোসেনরা। সেখানে ১৫ দিন চলবে অনুশীলন। এরপর ১৭ই মার্চ আবারও ঢাকায় ফিরে আসবে দল। তিনদিন পর ২০ মার্চ ম্যাচ ভেন্যু ভারতের শিলংয়ে যাবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

 

ঢাকা থেকে শিলংয়ের বিমানে চড়বেন হামজা চৌধুরীও। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের ঢাকায় আসার কথা রয়েছে ১৯ মার্চ। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘শিলংয়ে যাওয়ার আগেই হামজা ঢাকায় চলে আসবে। এরপর দলের সঙ্গেই সে সেখানে যাবে।

’ 

 

প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বের এক রাউন্ড হয়ে যাবে। ২১ ও ২২ ফেব্রুয়ারি হবে ম্যাচ। ফুটবলারদের খেলার মধ্যে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি।