NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

তরুণীর ঠোঁটে চুম্বন বিতর্কে যা বললেন উদিত নারায়ণ


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৭ এএম

তরুণীর ঠোঁটে চুম্বন বিতর্কে যা বললেন উদিত নারায়ণ

বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে গাইতে গাইতে তিনি এক অনুরাগীর ঠোঁটে চুম্বন দেন। এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন গায়ক।

ভিডিওতে দেখা যাচ্ছে, উদিত নারায়ণ তার জনপ্রিয় গান ‘টিপ টিপ বরসা পানি’ গাইছিলেন। এমন সময় এক তরুণী তার কাছে এসে সেলফি তোলার আবদার জানান। উদিত প্রথমে হাঁটু মুড়ে বসে সেলফি তোলেন। তারপর ওই তরুণীকে গালে চুমু দেন।

 

এরপর মঞ্চে অন্য এক তরুণীকে কাছে আসতে বলার পর, তিনি ওই তরুণীর ঠোঁটে চুম্বন দেন।

ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই উদিত নারায়ণকে তীব্র সমালোচনা করেন। তবে এ বিষয়ে মুখ খুললেন গায়ক নিজেই। তিনি বলেন, ‌‘আমি নিপাট ভদ্রলোক। আমাদের পরিবারের কেউ কখনও বিতর্কে জড়াননি। আমার ছেলেও শান্ত স্বভাবের, কখনও ঝামেলায় থাকে না। আমি যখন মঞ্চে গান গাই, অনুরাগীরা আমাকে এত ভালোবাসে যে তাদের খুশি করাটা আমার দায়িত্ব। কেউ যদি আমাকে ভালোবাসা দেখায়, আমি সেটা ফিরিয়ে দিতে পারি না।’

 

তিনি আরও বলেন, ‘অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো আচরণ করেন। আমি যখন মঞ্চে গাই, তখন অনেকে ছবি তুলতে চায়, কেউ কেউ হাত ধরতে চায়। এ সব বিষয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়। আমি সবার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করার চেষ্টা করি।’

এছাড়াও উদিত নারায়ণ দাবি করেন যে এ ধরনের ঘটনা নিয়মিত হয়। তার ঘটনাটি নিয়ে এত বিতর্ক হচ্ছে দেখে তিনি অবাক হয়েছেন। তার ভাষ্য, ‘যেহেতু আমাকে ভালোবাসা দেওয়া হয়, আমি সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। তবে অবশ্যই কোনও ভুল উদ্দেশ্যে নয়।’

এরপর আরও একটি ঘটনা তুলে ধরেন উদিত, যেখানে এক তরুণী মঞ্চে এসে তাঁর গালে চুমু দেন। সে সময় তিনি তার ঠোঁটও তরুণীর ঠোঁটে রাখেন।

 

এ নিয়ে এখনও অনেকের মন্তব্য চলছে, তবে উদিত তার প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে পরিস্থিতি সামলানোর চেষ্টা করি। তেমন বিতর্কিত কিছু ঘটলে আমি তা ঠিকভাবে নিয়ন্ত্রণ করি।’