NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

ব্রিটিশ গায়িকা-অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২১ এএম

ব্রিটিশ গায়িকা-অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই

চলে গেলেন ষাটের দশকের প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। গতকাল লন্ডনে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মারিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন।

তার পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ানকে মিস করবেন।’

 

মারিয়ান ‘আ টিয়ার্স গো বাই’ গানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি। ‘দ্য গার্লস অন আ মোটরসাইকেল’-এর মতো সিনেমাতেও দেখা গেছে তাকে।

১৯৬৪ সালে গানের ক্যারিয়ার শুরু করেন মারিয়ান।

সুরেলা কণ্ঠস্বরের জন্য পরিচিত ছিলেন তিনি। মারিয়ানের তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেই থ রিচার্ডসেরই লেখা। আলোচিত এ গানটি ছাড়া মারিয়ানের আরও দুটি আলোচিত গান হলো ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’ ও ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’।

 

নিজের নামে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে।

এরপর আরও ২১ অ্যালবাম আসে, সর্বশেষ ‘শি ওয়াকস ইন বিউটি’ মুক্তি পায় ২০২১ সালে।

 

১৯৬৬ সালে মুক্তি পাওয়া জঁ-লুক গদারের ‘মেড ইন ইউএসএস’ ছবির একটি একটি গানের দৃশ্যে হাজির হয়েছিলেন তিনি। বড় পর্দার পর ১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় মারিয়ানের। 

‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’ ছাড়াও ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৬৫ সালে ম্যাক্সিকান-ব্রিটিশ শিল্পী জন ডানবারকে বিয়ে করেন মারিয়ান তবে সে সংসার টিকেছিল মোটে এক বছর।

এরপর আরও দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কোনো সংসারই টেকেনি।