NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: উপদেষ্টা আসিফ ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
Logo
logo

দেশে কথিত ‘সেনা অভ্যুত্থান’ নিয়ে আনন্দবাজারে ভুয়া প্রতিবেদন


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ১১:৩২ পিএম

দেশে কথিত ‘সেনা অভ্যুত্থান’ নিয়ে আনন্দবাজারে ভুয়া প্রতিবেদন

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শীর্ষক প্রতিবেদনটি ভুয়া বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুকে এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম তাদের দীর্ঘদিনের প্রতিনিধি শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে, যারা জুলাই ও আগস্ট মাসে তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে।

এই ধরনের অপপ্রচার হাইব্রিড যুদ্ধের কৌশল হিসেবে পরিচিত, যা তথ্য যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে চালানো হয় বলেও দাবি করা হয়।

 

আরো বলা হয়, হাইব্রিড যুদ্ধের একটি বড় অংশ হল ডিসইনফরমেশন (ভ্রান্ত তথ্য প্রচার), যেখানে একটি প্রমাণহীন এবং বিভ্রান্তিকর গল্প প্রথমে একটি মিডিয়া আউটলেটে প্রচার করা হয়। এই গল্পটি পরবর্তীতে অন্যান্য মিডিয়া আউটলেটে ছড়িয়ে পড়ে, যার ফলে এটি কিছুটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। এমনকি যারা বিষয়টি বিস্তারিতভাবে জানার সুযোগ পান না, তারা এই ধরনের অপপ্রচার বিশ্বাস করতে পারেন।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে বিবৃতিতে বলা হয়, এই প্রচারণার মূল লক্ষ্য হলো বাংলাদেশের জনগণ এবং তার সার্বভৌমত্বের প্রতি আঘাত হানা। এমনকি প্রায়শই ভারতীয় মিডিয়ার মুখপাত্র হিসেবে কাজ করা আনন্দবাজার পত্রিকা এমন একটি কল্পকাহিনীর প্রচার করছে, যা বাস্তবতা থেকে দূরে। বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে এসব গল্পের কোনো ভিত্তি নেই এবং এসবের পেছনে একটি সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। 

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের জনগণ এবং তার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখতে, সাংবাদিকদের উচিত তাদের সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করার পদ্ধতি পুনঃমূল্যায়ন করা এবং অপপ্রচার ছড়িয়ে দেওয়ার পরিবর্তে প্রকৃত তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করা।