NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

অনুপম ভক্তদের জন্য সুখবর


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০১:২১ এএম

অনুপম ভক্তদের জন্য সুখবর

শিল্পীদের কাছ থেকে ভক্ত-অনুরাগীরা সব সময় নতুন কিছু পাওয়ার জন্য মুখিয়ে থাকেন। তাই তো শিল্পীরা সৃষ্টির চিন্তায় মগ্ন থাকেন। দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার অনুপম রায়ও এর ব্যতিক্রম নন। আবারও অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এলেন এ শিল্পী।

অনুপম জানিয়েছেন, এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তিনি আরও একটি বই উপহার দিচ্ছেন ভক্তদের। গত মঙ্গলবার শুরু হয়েছে এ বইমেলা। প্রতিবারের মতো এবারও অনুপম কলকাতা বইমেলায় পাঠকের মুখোমুখি হবেন।

 

আগামীকাল (১ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে অনুপমের নতুন বই ‘নীলা নীলাব্জ’। এদিন তিনি বইমেলায় উপস্থিত থাকবেন। একটি সাইটে নিয়মিত লিখতেন অনুপম। সেই সিরিজই এবার বই আকারে প্রকাশিত হচ্ছে।

অনুপম ভক্তদের জন্য সুখবরঅনুপম রায়। ছবি: শিল্পীর ফেসবুক

 

কিন্তু অনুপমের অনুরাগীদের মতে, পুরোনো লেখা হলেও গুচ্ছাকারে লেখা পড়ার যেমন মজা আছে তেমনই নতুন লেখাদের পড়ার মজাও অনেক বেশি। নিজের অ্যালবাম, সিনেমার গানের ব্যস্ততায় সময় করে উঠতে পারেননি অনুপম। তাই পুরনো লেখাই বই আকারে পাঠকের হাতে তুলে দিচ্ছেন। তবে এ প্রসঙ্গে অনুপম রায় জানান, ‘লেখারা জমছে। বলা যেতে পারে এবছর না হলেও নতুন লেখারা আসবে পরের বইমেলায়।’

অনুপমের ভক্ত শ্রেয়া মুখোপাধ্যায় বলেন, ‘অনুপম রায় মানেই গায়ক সুরকার ও লেখক। প্রতিবছর পূজা বা নববর্ষে দাদার থেকে নতুন গানের আর বইমেলায় আশা থাকে দাদার নতুন বইয়ের। সেই বইয়ে খুঁজি দাদা নতুন কী লিখলেন?’

আরেক অনুরাগী ভোলানাথ সাউ বলেন, “আমাদের প্রত্যাহিক জীবনে এ মানুষটা পরিচিতি পেয়েছেন গীতিকার-সুরকার, সংগীতশিল্পী হিসেবে। কিন্তু তিনিই আবার লেখক হিসেবে ধরা দিয়েছেন আমাদের কাছে। ‘ছোঁয়াচে কলম’, ‘মন ও মেজাজ’, ‘আমাদের বেঁচে থাকা’, ‘অনুপম কথা’, ‘অ্যান্টনি ও চন্দ্রবিন্দু’ ইত্যাদি বইগুলো পড়ে কত রাত কেটে গেছে। মনের ভেতর তুলোর মতো নরম একটা শান্তি পেয়েছি লেখাগুলো পড়ে। তবে এই বছর বইমেলায় তিনি নতুন কিছু না লিখলেও পুরনো লেখা দিয়েই যে বইটা উপহার দিয়েছেন আমাদের তাতেই আমি আপ্লুত। কিন্তু এতে নতুন লেখা না পাওয়ার কষ্ট কমল না।”

 

অনুপম ভক্তদের জন্য সুখবরঅনুপম রায়। ছবি: শিল্পীর ফেসবুক

শ্রাবণী মণ্ডল নামের আরও এক অনুরাগীর কথায়, ‘ঠিক যেমন অনুপম রায় মানে প্রতি বছর পূজায় অপেক্ষা নতুন গানের, তেমনই বইমেলায় অপেক্ষা নতুন কবিতা, গল্পের। শব্দকে সুতোয় গেঁথে যে সুন্দর গান, কবিতা, গল্পের মালা দাদার থেকে উপহার পাওয়া গিয়েছে, তা ভোলার নয়। তবে মনে হচ্ছে বইমেলায় নিজেকে অনুপম রায়ের নতুন লেখা পেলে ভালো হত।’

 

 

অনুপম রায়ের প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে, ‘সারা রাত কেটে যায় তোর কথা ভেবে’, ‘সময়ের বাইরে’, ‘অনুপমকথা’, ‘মন ও মেজাজ’, ‘আমাদের বেঁচে থাকা’, ‘অনুপমকথা ও অন্যান্য’, ‘নিজের শব্দে কাজ করো’, ‘বিনয়ের ব্রহ্মদর্শন’ প্রভৃতি। বিভিন্ন পত্রিকা সাময়ীকীতে এ শিল্পী নানান বিষয়ে কলামও লেখেন।