NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: উপদেষ্টা আসিফ ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
Logo
logo

বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনার কথা জানালেন মার্কিন ব্যবসায়ী


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১০ এএম

বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনার কথা জানালেন মার্কিন ব্যবসায়ী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী জেন্ট্রি বিচ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

 

প্যারামাউন্ট ইউএসএর চেয়ারম্যান, হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইও ও প্রতিষ্ঠাতা বিচ জানান, তার কোম্পানি এরই মধ্যে বাংলাদেশে একাধিক সম্পদ অর্জন করেছে। বাংলাদেশের জ্বালানি ও আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিনিয়োগ করতে চায়।

‘আপনারা দারুণ কাজ করছেন’- প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন বিচ।
তিনি বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে। এখনই এদেশে আরও বিনিয়োগ আসার সময়। আমরা এখানে আসতে পেরে আনন্দিত।

 

বিচ জানান, তার কোম্পানি রিয়েল এস্টেট, বিশেষ করে নিম্নমূল্যের সামাজিক আবাসন প্রকল্প, বিমান ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী।

এসময় ড. ইউনূস সংকটময় সময়ে বিনিয়োগের জন্য বিচকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

‘দেশটি ব্যবসার জন্য প্রস্তুত। এখন ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি’- বলেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, বাংলাদেশের অনশোর ও অফশোর গ্যাস অনুসন্ধানসহ অনেক খাতে আরও মার্কিন বিনিয়োগের প্রয়োজন।

বিচের কোম্পানি এরই মধ্যে আফ্রিকায় বিনিয়োগ করেছে এবং পাকিস্তানে বিনিয়োগের পরিকল্পনা করছে।

 

ড. ইউনূস বলেন, মার্কিন বিনিয়োগ বাড়লে শ্রমিকদের মজুরি বাড়বে। আমরা বাংলাদেশকে আবার গুণগত মানসম্পন্ন করবো।

 

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।